Breaking News:


শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচিতে ছাত্রলীগের তাণ্ডব: আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল ইসি বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না : সালাহউদ্দিন আহমেদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন : ইউএনওর গাড়ি বহরে হামলা কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ :মামলা দায়ের জুলাই শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান হামলা: হিজবুল্লাহর ৫ সদস্যসহ নিহত ১২   বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা

এনসিপিসহ ১৪৪ দল ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে ব্যর্থ : সংশোধনে ১৫ দিনের সুযোগ

  • আপলোড টাইম : ০৯:২৩ পিএম, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা এনসিপিসহ নতুন ১৪৪টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারিনি।

এসব দলের আবেদনে ত্রুটি-বিচ্যুতি পাওয়া যাওয়ায় দলগুলোকে ১৫ দিন সময় দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়ে চিঠি দেবে কমিশন।

মঙ্গলবার ১৫ জুলাই ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে এই দলগুলোর প্রতিটির আবেদনে কিছু না কিছু ঘাটতি রয়েছে। প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হবে। বাকি দলগুলোকে পর্যায়ক্রমে জানানো হবে। তাদের ১৫ দিনের মধ্যে সংশোধিত ও সম্পূর্ণ তথ্য দিতে হবে।  

উল্লেখ্য, গত ২০ এপ্রিল নতুন দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে একটি নোটিশ দিয়েছিল নির্বাচন কমিশন। এরপর ৪৬টি দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। বর্ধিত সময়ে মোট ১৪৭টি দল আবেদন করে, তবে তাদের মধ্যে তিনটি দল একাধিক আবেদন করে।

যেসব দল ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছে

বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি, বাংলাদেশ নাগরিক দল-বিএনডি, ন্যাশনাল ফ্রিডম পার্টি, নতুন বাংলাদেশ পার্টি (এনবিপি) ও জাতীয় জনতা পার্টি।

বাংলাদেশ সর্ব-স্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন-ন্যাশনাল পার্টি (সিএনপি), জাস্টিস ফর হিউম্যানিটি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ-তিসারী-ইনসাফ দল, বাংলাদেশ জনকল্যাণ পার্টি (বাজপা), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ জাগ্রত পার্টি (বাজপ), বাংলাদেশ জনতা পার্টি-বিজেপি, বাংলাদেশ সোশাল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ আজাদী পার্টি-বিএপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট পার্টি (বিডিএম), বাংলাদেশ বেস্ট পলিটিকাল পার্টি (বিবিপিপি), মানবিক বাংলাদেশ পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ আজাদী পার্টি (বিএপি), বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), গণদল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি (বিএনডিপি) ও ডেমোক্রেটিক পার্টি (ডিপি)।

প্রসংগত, নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধন পাওয়ার শর্তগুলো হলো-

১. দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।

২. কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।

৩. সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথি দেখাতে হবে।

৪. দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।

আবেদন পাওয়ার পর ইসি তা যাচাই-বাছাই শুরু করবে। নিবন্ধন শর্ত পূরণ করতে পারলে দলীয় প্রতীকসহ নিবন্ধন সনদ দেওয়া হবে।

আরপিও অনুযায়ী ২০০৮ সাল থেকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে ইসি। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech