শিরোনাম :
আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে শহীদ ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ: সারজিস প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগ সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা স্থায়ীভাবে প্রত্যাহার ওসমান হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ : সারা দেশে সড়ক অবরোধ ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক ও বিচার দাবি হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা : প্রধান উপদেষ্টা হাদির মৃত্যু ‘অপূরণীয় ক্ষতি’ : হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ওসমান হাদি আর নেই উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম অধ্যাদেশ, হাওর সংরক্ষণ ও বার্নে দূতাবাসের সিদ্ধান্ত অনুমোদন

ডাকসু নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন

  • আপলোড টাইম : ১২:১৪ পিএম, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল গতকাল। রাতে জরুরি বৈঠকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় এক দিন বাড়িয়েছে।

মঙ্গলবার ১৯ আগস্ট শেষদিনে প্রথম দুই ঘণ্টায় অন্তত ২০ জন শিক্ষার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যাদের বেশিরভাগই স্বতন্ত্র। শেষ দিনে ছাত্রদল, ছাত্র শিবির ও উমামা ফাতেমার নেতৃত্বাধীন প্যানেলের সদস্যদের ফরম তোলার কথা রয়েছে।

এর আগে ১২ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত ডাকসুতে বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৪ জন। ভিপি পদে ১৮ জন, জিএস পদে দুইজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র নিয়েছেন। তাদের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ৩৮ জন।

গতকাল সরব ছিলেন বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। আটটি প্যানেল আলাদা আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করে। তবে অধিকাংশ সংগঠনই প্যানেলের নাম ও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। মনোনয়নপত্র সংগ্রহের সময় এক ছাত্রদল নেত্রী মবের স্বীকার হয়েছেন।

এ বছর ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল-সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল, ছাত্র অধিকার পরিষদ-সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন-সমর্থিত প্যানেল, বাম ছাত্রসংগঠনসমূহের গণতান্ত্রিক ছাত্রজোট-সমর্থিত প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেন শিক্ষার্থীরা।

এ ছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি এবং ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি স্বতন্ত্র প্যানেলে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এদিকে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও ‘জুবায়ের-মুসাদ্দেক স্বতন্ত্র প্যানেল’ আংশিক দুটি প্যানেল নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে।

বিভিন্ন প্যানেল থেকে ৫৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তা ছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ২২৬ জন। তবে ভিপি, জিএস বা অন্যান্য পদে কতজন মনোনয়ন নিয়েছেন, তা জানায়নি নির্বাচন কমিশন।

ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৪২ জন। এখন পর্যন্ত ৭ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং হল সংসদে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ১ হাজার ২২৬ জন। এর মধ্যে ভিপি, জিএস, এজিএস, সম্পাদক এবং সদস্য পদে কতজন তা এখনো নির্ণয় করা হয়নি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech