শিরোনাম :
অবৈধ জালের উৎপাদন ও বিক্রি বন্ধে অভিযান চালাবো: ফরিদা আখতার শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার হানিফ ফ্লাইওভারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২ থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন আনুতিন চার্নভিরাকুল আলু রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছি: বাণিজ্য উপদেষ্টা ঈদ-ই-মিলাদুন্নবী শান্তিপূর্ণ উদযাপনে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা মহানবী (সঃ) এঁর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি বছর জুড়েই রাসূলুল্লাহর জীবন-আদর্শ চর্চা অব্যাহত রাখার আহ্বান জামায়াতের মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে : প্রধান উপদেষ্টা আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

  • আপলোড টাইম : ০৯:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৯ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।  

বৃহস্পতিবার ২১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে। এ সংখ্যা ৮০। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১১২ জন, ঢাকা বিভাগে ৪২, বরিশাল বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগে ৩৭, খুলনা বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ২১ ও ময়মনসিংহ বিভাগে ২।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৫১ জন রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আর ২১ আগস্ট মাসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।  

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech