।।বিবে ডেস্ক।।
গত ২৪ ঘন্টায় (শনিবার ২৩ আগস্ট সকাল ৮টা থেকে রবিবার ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরো ৪৩০ জন।
রবিবার ২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২০ জন, ঢাকা বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪২, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন। এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যাদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২৩৬ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।