।।বিকে ডেস্ক রিপোর্ট।।
রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই সময়ের মধ্যে দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ১০ এপ্রিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।
এদিবে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমে কানাডা প্রবাসী আবহাওয়া গবেষক মোস্তফাকামাল পলাশ জানান, ঢাকা শহর সহ পুরো দেশের উপর বজ্রপাত সহ বৃষ্টির আশংকা রয়েছে।
তিনি বিভা ওয়ারী সতর্কবার্তা সহ ফেসবুকেও জনস্বার্থে একটি পোষ্ট দিয়েছেন। সেখানে বলা হয়-
রংপুর বিভাগ: আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে একবার এবং রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে একবার এবং ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সাম্ভব্য সময় বিকেল ৫ টার থেকে রাত ১০ টার মধ্যে প্রথম বার ও আগামিকাল সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার।
বরিশাল বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর, ঝালকাঠি জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: দুপুর ২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে কক্সবাজার, বান্দরবাণ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্রগ্রাম, ফেনী জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।