শিরোনাম :
বৃষ্টি ও আলোকস্বল্পতায় ৪৪ ওভারে শেষ তৃতীয় দিনের খেলা: বাংলাদেশের লিড ১১২ বিরতি দিয়ে হলেও ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ চায় বিএনপি আ.লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে জীবন বদলে ফেলার ওপর জোর দিলেন প্রধান উপদেষ্টা মজুরি ৩ বছর পর পর মূল্যায়নের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন পদ পেতে স্ত্রীকে তালাক দিলেন ছাত্রদল নেতা : পেলেন অব্যহতি পত্র তৃতীয় দফায় আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি চীন-আমেরিকা শুল্কযুদ্ধ: ফেরত গেল যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন বোয়িং বিমান কর ফাঁকি : ২৩ সালের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা – সিপিডি কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা : পেলেন লালগালিচা সংবর্ধনা

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • আপলোড টাইম : ০৭:৫০ পিএম, শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৬৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ফিলিস্তিনের উপর ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং আজাদ ফিলিস্তিনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার ২১ মার্চ দুপুর পৌনে ২টায় “আজাদ ফিলিস্তিন” ও ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়ে হলপাড়া, প্রশাসনিক ভবন এলাকা, ভিসি চত্বর রাজু ভাস্কর্যের পাদদেশে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় তারা ‘ফ্রি ফ্রি, প্যালেস্টাইন’; ‘ফ্রম দ্যা রিভার টু দ্যা সী, প্যালেস্টাইন উইল বি ফ্রী; ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ; জায়োনবাদ নিপাত যাক, ফিলিস্তিন মুক্তিপাক; ওয়ান টু থ্রি ফোর, অকুপেশন/জায়োনিজম নো মোর’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে আজাদ ফিলিস্তিনের আহ্বায়ক ইমরান বলেন, আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে, উগ্রবাদী হিন্দুত্ববাদের বিরুদ্ধে একই সাথে জায়োনিজমের বিরুদ্ধে। যারা যুগযুগ ধরে আমেরিকার মদদে ফিলিস্তিনে হাজারো মুসলিমকে হত্যা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিবাদ করে যাবো।

মুসলিম বিশ্বের কাছে আহ্বান, আপনারা সোচ্চার হোন। ফিলিস্তিনকে রক্ষা করুন। আপনারা রাজপথে নেমে এসে ফিলিস্তিনের আজাদী নিশ্চিত করুন। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদের বীজ এদেশ থেকে বিতাড়িত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে লড়াই করে যাবো।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদী বলেন, আওয়ামী লীগ ইসরায়েল থেকে স্পাইওয়্যার কিনেছিলো আমাদের ভাই-বোনদের উপর নজরদারির জন্য। আমরা এর হিসাব চাই। যে স্পাইওয়্যার কিনে আমার ভাইকে আইনঘরে রাখা হয়েছে, তার বিচার করতে হবে।

আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল লেখা পুনর্বহাল করতে হবে। আমরা এখান থেকে ইসরায়েলের ধ্বংস এবং ফিলিস্তিনের স্বাধীনতা কামনা করি। আল্লাহর কাছে এটাই চাই, এই জীবদ্দশায় যেনো ইসরায়েলের ধ্বংস দেখে যেতে পারি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ বি জোবায়ের বলেন, “সারা বিশ্বের মুসলিমরা যেখানে রমজান, ইফতার, সাহরি করছে, সেখানে ফিলিস্তিনের শিশু-নারীরা লাশের মিছিলে শরিক হচ্ছে। বিনা নোটিশে সন্ত্রাসী ইসরায়েল আমাদের মুসলিম ভাই-বোনদের উপর হামলা করছে। তাদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে।

ওআইসি, ইউনিসেফ, জাতিসংঘ আপনারা কি ফিলিস্তিনের গণহত্যা দেখছেন না? সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না? সারা বিশ্বে আপনারা এত মানবাধিকারের বয়ান দেন, তাহলে ফিলিস্তিনের বেলায় এই মানবাধিকার কোথায়? মুসলিম বিশ্বের কাছে আবেদন, আপনারা দ্রুত ফিলিস্তিনের মুক্তি ও স্বাধীনতার জন্য তাদের পাশে দাঁড়ান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech