।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমের পূর্বাভাসে বলা হয়েছে, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে স্বন্চারনশীল মেঘের সৃষ্টি হচ্ছে।
মঙ্গলবার ১ এপ্রিল আবহাওয়া ডট কমের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র ও আব হাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত পূর্বাভাস বিশ্লেষন করে বলা হয়, সকাল ৯ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে সিলেট, ময়মনিসংহ, ঢাকা, চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সকাল ৯ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগন্জ, সিলেট ও মৌলভীবাজার জেলার বেশিভাগ উপজেলা এবং হবিগন্জ জেলার দুই একটি উপজেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
একই ভাবে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৯ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনিসংহ জেলা, ঢাকা বিভাগের কিশোরগন্জ ও গাজিপুর জেলা এবং চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, চট্রগ্রাম ও খাগড়াছড়ি জেলা সহ বিভিন্ন উপজেলার উপর দিয়ে দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ আবহাওয়অ অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দুটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।