।।বিকে রিপোর্ট।।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) বাসগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ থেকে।
বৃহস্পতিবার ২০ মার্চ থেকে বিআরটিসির ডিপো থেকে আগামী ৫ এপ্রিল পর্যন্তের বাসের টিকিট অগ্রিম বিক্রি করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিআরটিসির অপারেশন বিভাগ জানায়, আজ ২০ মার্চ ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ি, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে অগ্রিম টিকিট পাওয়া যাবে।
উল্লেখ্য, ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ বাসগুলো যাত্রা শুরু করবে আগামী ২৫ মার্চ থেকে।
এ প্রসংগে বিআরটিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনুপম সাহা জানান, ঈদের সময় বিশেষ ব্যবস্থায় বাস চালানোর বিষয়ে আমাদের প্রস্তুতি আছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য ৭৭৫টি বাস প্রস্তুত করা হয়েছে। আর ঢাকার বাইরে চলাচল করবে ৪৭০টি বাস। বিআরটিসি’র মোট ১২৪৫টি গাড়ি ঈদ স্পেশাল সার্ভিস হিসেব কাজ করবে।
যাত্রীসাধারনের সুবিধার্থে বিআরটিসি ডিপো এবং রুটের বিন্যাস বিস্তারিত জানিয়েছে।
রাজধানীর মতিঝিল বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটের বাসের টিকিট।
কল্যাণপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটের বাসের টিকিট।গাবতলী ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটের বাসের টিকিট।জোয়ারসাহারা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটের বাসের টিকিট।
মিরপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটের বাসের টিকিট।
মোহাম্মদপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটের বাসের টিকিট।
গাজীপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুটের বাসের টিকিট।
যাত্রাবাড়ি বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুটের বাসের টিকিট।
নারায়ণগঞ্জ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওয়াগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোনা রুটের বাসের টিকিট।
নরসিংদী বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটের বাসের টিকিট।
কুমিল্লা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে সিলেট, সুনামগঞ্জ রুটের বাসের টিকিট।
সিলেট বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম রুটের বাসের টিকিট।
দিনাজপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা-দিনাজপুর রুটের বাসের টিকিট।
বগুড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে যশোর, রংপুর, বরিশাল রুটের বাসের টিকিট।
রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা রুটের বাসের টিকিট।
খুলনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটের বাসের টিকিট।
পাবনা বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটের বাসের টিকিট।
ময়মনসিংহ বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটের বাসের টিকিট।
চট্টগ্রাম বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে রংপুর, সিলেট, ভোলা রুটের বাসের টিকিট।
টুঙ্গীপাড়া বাস ডিপোর নিয়ন্ত্রণে থাকবে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটের বাসের টিকিট।
বাস রিজার্ভ করতে চাইলে যোগাযোগ করতে হবে ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো— ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো— ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো— ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো— ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো— ০১৭৪০০৯৮৮৮৮, এবং অন্যান্য ডিপো সমূহ থেকে। সার্বিক যোগাযোগের জন্য কল করতে পারেন বিআরটিসি কন্ট্রোল রুম— ০২৪১০৫৩০৪২ নম্বরে।