শিরোনাম :
আবু সাঈদের কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু এনসিপির খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে

২০ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবী জানাল -স্কপ

  • আপলোড টাইম : ০৬:৪৬ পিএম, রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১২২ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
২০ রমজানের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধ, ঈদের আগে ছাঁটাই না করার ত্রিপক্ষীয় সিদ্ধান্ত কার্যকর করা এবং শ্রমিকদের স্বার্থ ও মতামতকে প্রাধান্য দিয়ে অতিসত্বর শ্রম আইন সংশোধন করার দাবিতে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর উদ্যোগে আজ ১৬ মার্চ ২০২৫, শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালিত হয়।

স্কপের যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) অর্থ সম্পাদক কাজী মো. রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের শ্রমিক জোটের সভাপতি আ. কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ-এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহাম্মদ আকন্দ, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, যেই শ্রমিকরা উৎপাদনের চাকা ঘুরিয়ে অর্থনীতি সচল রাখার ফলে দেশের সরকারি চাকুরিজীবীরা ১ মাসের মূল মজুরির সমপরিমাণ ঈদ বোনাস এবং মার্চ  মাসের পূর্ণ বেতন পাবেন সেই শ্রমিকরা বেতন-বোনাস না পেয়ে না খেয়ে মরবে, বাঁচার তাগিদে রাস্তায় নামতে বাধ্য হবে এমন পরিস্থিতি যাতে না হয় সরকারকে সে বিষয়ে এখন থেকেই যথাযথ ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস না দিলে অথবা কোনোভাবে দমন-নির্যাতন করা হলে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নির্যাতিত শ্রমিকদের সঙ্গে নিয়ে আন্দোলন করবে। তার ফলে কোনো ধরনের ক্ষতি হলে তার সমস্ত কিছুর দায় সরকার ও মালিকদেরকেই নিতে হবে। 

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech