।।বিকে রিপোর্ট।।
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা মামলার রায় আগামীকাল ঘোষনা করা হবে। রায় ঘোষনা ঘিরে আওয়ামী লীগের কর্মসূচির ককটেল, অগ্নিসন্ত্রান এবং দেশজুড়ে নানারকম নাশকতার চেষ্টায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছেই। রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, হাসপাতালের এম্বুলেন্সে পেট্রোল ঢেলে স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় দেশ জুড়ে উদ্বেগ-আতঙ্ক দেখা দিয়েছে। ঘোষিত দুইদিনের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে নাশকতা করেছে তারা। তবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির এসব অগ্নিসন্ত্রাসের সাধারণ মানুষও ক্ষোভ প্রকাশ করেছেন। অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কয়েকটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। সারা দেশে গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালিত হবে।
শাহবাগে ‘জনতার আদালতে’ শেখ হাসিনার প্রতীকী ফাঁসি ও সহযোগীদের প্রতীকী পাথর নিক্ষেপ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচির আয়োজন করবে ‘জাগ্রত জুলাই’।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে দলটির নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।
রবিবার ১৬ নভেম্বর সকারে রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত আবদুল বাসির বলেন, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে আমি হেটে বাংলামোটরে আমার অফিসে যাচ্ছি। হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। এতে আমার পায়ে ও হাতে জখম হয়েছে।
এর আগে শনিবার ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুরের পল্লবীর মেরিটাইম ইউনিভার্সিটির কাছে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার গভীর রাতে ফরিদপুরের মধুখালীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধুখালী থানায় জিডি করা হয়েছে। উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দিতে গ্রামীণ ব্যাংকের রায়পুর শাখায় এ ঘটনা ঘটে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং অবস্থায় থাকা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর আনুমানিক ৬টায় মহাসড়কের শিমরাইল এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনে মিনিবাসটিতে লাগে।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগাং রোড সওজ অফিসের সামনে পার্কিং করেন। শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়তে গাছ কেটে ফেলে তারা অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মহাসড়কে গাছ ফেলে যান চলাচল বন্ধ করার চেষ্টা করেন। এতে সড়কের দুইপাশে যানবাহন আটকেপড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঘটনাস্থলে ঢাকাগামী ‘হামিম পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসও ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও রাতইল আর্মি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ সরিয়ে ফেলে। পুলিশের উদ্ধার অভিযানের ফলে ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মুহূর্তের মধ্যেই বাসটি পুড়ে যায়। শনিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।
ওসি কামাল হোসেন জানিয়েছেন, যারা এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে ৫ ঘণ্টার ব্যবধানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার ১৬ নভেম্বর ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকার আরিচামুখী লেনে ইতিহাস নামে একটি পার্কিং করা বাসে ও শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ইউটার্ন এলাকায় পার্কি করা শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রমিকবাহী বাসের চালক সেলিম বলেন, বাসটি মেট্রো গার্মেন্টসের শ্রমিক আনা নেওয়ার কাজ ব্যবহৃত হতো। আজকে শ্রমিকদের নামিয়ে দিয়ে রাতে ঢাকা-আরিচা সড়কের গেন্ডা ইউটানে পার্কিং করা হয়। হঠাৎ রাত সাড়ে ১০টার দিকে বাসের পেছনের অংশে আগুন দেখতে পাই। সেসময় আমি ঘুমিয়ে ছিলাম এবং আগুনের তাপ পেয়ে আমি বাস থেকে লাফিয়ে নেমে যাই।
সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার বলেন, কিভাবে আগুন লেগেছে, তা আমরা জানতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন দেখেছি। ইতিহাস বাসটি ৫০ শতাংশ আগুনে পুড়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বাসগুলো উদ্ধার করেছে। তবে কিভাবে বাসে আগুন লেগেছে, তা নিশ্চিত নয়। সরজমিনে কেউ বলছে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বাসের ভেতরে আগুন দিয়েছে আবার কেউ বলছে কয়েল থেকে আগুন লেগেছে। এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন। অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশে ও অন্যান্য স্থানে গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি অংশে সাত–আটটি স্থানে গাছ কেটে ফেলে রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। “আমি ঘটনাস্থলে চারটি ককটেলের অবশিষ্টাংশ দেখতে পেয়েছি। তবে কোথাও কোনো বিক্ষোভ বা অবরোধ কর্মসূচির উপস্থিতি পাইনি,” তিনি উল্লেখ করেন।
দেশের আইন-শৃংখলা পরিস্থিতি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থানে রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব, ডিবি, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরাও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছে।
ইতিমধ্যে নাশকতার অভিযোগে জড়িত থাকার অপরাধে নেতাকর্মীসহ অনেকককে গ্রেফতারও করা হয়েছে। বাড়ানো হয়েছে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা। গুরুত্বপূর্ণ স্থাপনায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে চেকপোস্ট, টহল, অভিযান।
সূত্র জানিয়েছে, রায় ঘিরে আওয়ামী লীগের লোকজন নিজেদের অবস্থান জানান দেয়ার চেষ্টা করবে এমন তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে। এ কারণে আগাম প্রস্তুতি নেয়া হচ্ছে।