Breaking News:


শিরোনাম :
গোপালগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচিতে ছাত্রলীগের তাণ্ডব: আগুন, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক সরাল ইসি বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোনো রাজনীতি হবে না : সালাহউদ্দিন আহমেদ গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন : ইউএনওর গাড়ি বহরে হামলা কক্সবাজারে চুরির পর পুলিশের স্ত্রীকে ধর্ষণ :মামলা দায়ের জুলাই শহীদদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান হামলা: হিজবুল্লাহর ৫ সদস্যসহ নিহত ১২   বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে: অধ্যাপক আলী রীয়াজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার শুরু

  • আপলোড টাইম : ০২:৪৭ পিএম, রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৬৩ Time View
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজধানীর চানখারপুলে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ৬ জনকে হত্যার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে

আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

রবিবার ২৫ মে দুপুরে এই অভিযোগ দাখিল করার মধ্যে দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।

এর আগে সকালে জুলাই হত্যার অন্য আসামি পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন, নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ২০ এপ্রিল এ মামলায় আটজনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেই প্রতিবেদন আজ রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিল করার দিন নির্ধারিত হয়। গত ২১ এপ্রিল এ মামলার তদন্ত শেষ হয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলেই নিলেই বিচারের পরবর্তী ধাপ শুরু হবে।

জানা গেছে, ৮ জন আসামির মধ্যে ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলাম কারাগারে রয়েছেন। এছাড়া সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্ত্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আকতারুল ইসলাম ও এসি মো. ইমরুল পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর চানখারপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরস্ত্র আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক নিহত হন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech