।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের রাজধানী তেহরানে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। বিমান হামলায় ইরানের এক সম্প্রচারকর্মী নিহত হয়েছেন।
সোমবার ১৬ জুন রাতে এই হামলা চালানো হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এক সংক্ষিপ্ত ঘোষণায় জানায়, “রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরানি কর্তৃপক্ষ।
এই হামলার কিছু সময় আগেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছিলেন, ইরানের প্রচারণা ও উসকানির মেগাফোন অদৃশ্য হতে যাচ্ছে।
তিনি আরও জানান, তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার ভবনসংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই হামলা চালানো হয়।
এএফপির খবরে বলা হয়েছে, সম্প্রচারকেন্দ্রটি ইরানের রাষ্ট্রীয় প্রচারণার গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এটি ইসরায়েলের টার্গেটে পরিণত হয়েছে।
সিএনএনের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নিহতের নাম মাসৌমে আজিমি। তবে তিনি ঠিক কোন হামলায় নিহত হয়েছেন, তা স্পষ্ট করেনি আইআরআইবি।
ইরানের রাজধানী তেহরানে সোমবার একটি রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইএনএনের স্টুডিওতে বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার সময় নিহত মাসৌমে সেখানে ছিলেন কি না, তাও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, তেহরানের আইআরআইবি স্টুডিও প্রাঙ্গণে সরাসরি প্রযোজনা চলাকালীন আঘাত হানে, ফলশ্রুতিতে একজন কর্মী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ইরান এটিকে ‘জঙ্গিবাদী হামলা’ ও ‘যুদ্ধাপরাধ’ ঘোষণা করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এর দায়িত্ব স্বীকার করেছে এবং হামলার উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছে ‘প্রচার এবং উসকানি কেন্দ্রকে ধ্বংস’। এই ঘটনা সংঘর্ষকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গিয়েছে।