শিরোনাম :
আবু সাঈদের কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু এনসিপির খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে

ইরানে ইসরায়েলের হামলার পর তেলের দামে অস্থিরতা

  • আপলোড টাইম : ০৪:২৬ পিএম, শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। এর ফলে জ্বালানির তেলের জোগানে বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

শুক্রকার ১৩ জুন এক প্রতিবেদনে বিবিসি ও রয়টার্স জানায়, অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ০৭ শতাংশ বা ৬ দশমিক ২৯ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৭৫ দশমিক ৬৫ ডলারে পৌঁছেছে। একপর্যায়ে তা ৭৮ দশমিক ৫০ ডলার স্পর্শ করে, যা গত ২৭ জানুয়ারির পর সর্বোচ্চ।

মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ দশমিক ৪৩ ডলার বা ৯ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪৭ ডলারে দাঁড়ায়। একপর্যায়ে তা ৭৭ দশমিক ৬২ ডলারে পৌঁছায়, যা ২১ জানুয়ারির পর সর্বোচ্চ।

তেলের মূল্যবৃদ্ধির ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম, পরিবহন ব্যয়, খাদ্যদ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সকে এক ব্যবসায়ী বলেন, এখনই বলা কঠিন, তবে সম্ভবত হরমুজ প্রণালি বন্ধ হওয়ার আশঙ্কায় সবাই উদ্বিগ্ন। বিশ্বের মোট জ্বালানির প্রায় ২০ শতাংশই সরবরাহ হয় হরমুজ প্রণালি দিয়ে, যা ইরান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মাঝে অবস্থিত এবং উপসাগরীয় অঞ্চলকে আরব সাগরের সঙ্গে যুক্ত করে।

এমএসটি মারকুইয়ের জ্যেষ্ঠ জ্বালানি বিশ্লেষক সল কাভোনিক জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান যদি আঞ্চলিক জ্বালানি তেল পরিকাঠামোতে পাল্টা হামলা চালায়, তাহলে সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে। চরম পরিস্থিতিতে ইরান অবকাঠামোতে হামলা বা হরমুজ প্রণালি বন্ধ করলে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে।

ইসরায়েলের হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ইসরায়েলকে এ হামলার জন্য কঠোর শাস্তি পেতে হবে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামলাটি একতরফা। এর সঙ্গে ওয়াশিংটনের কোনো অংশগ্রহণ নেই। তবে তেহরান যেন মার্কিন স্বার্থ বা ব্যক্তিদের লক্ষ্য না করে, সে বিষয়ে আমরা সতর্ক করছি।

ফিলিপ নভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে। এতে শুধু জ্বালানির সরবরাহ বিঘ্নিত হবে না, বরং আশপাশের তেল উৎপাদক দেশগুলোর মধ্যেও উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech