।।বিকে রিপোর্ট।।
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন।
শুক্রবার ১ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, কুদ্দুস চান মিয়াসহ বেশ কয়েকজন ময়মনসিংহ জেলা থেকে ফরিদপুরের আটরশি পীরের বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী যাত্রীবাহী বাসের পেছনে বস্তা বোঝাই একটি ট্রাক আঘাত করলে বাসযাত্রী আব্দুল কুদ্দুস চান মিয়া (৭০) ঘটনাস্থলেই নিহত হন।
তিনি ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের আব্দুল রহমানের ছেলে।
আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনের নাম জানিয়েছে ফায়ার সার্ভিস। তাঁরা হলেন আশরাফুল ইসলাম (৪০), হেলাল উদ্দিন (৩৪), হাজেরা খাতুন (৫০), আর্শেদ আলী (৫০), মো. সোহেল (৩০)। তাঁরা সবাই ময়মনসিংহের বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান মো. আজাদ গণমাধ্যমকে বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের কামারখোলা রেলওয়ে ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক আছে বলে জানান তিনি।