Breaking News:


শিরোনাম :
নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে প্যারিসে তীব্র তুষারপাত: প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি চট্টগ্রামে খতনা করাতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নিরঙ্কুশ জয় তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, নিহত ১ ঢাকা-করাচি রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু আগামী ২৯ জানুয়ারি থেকে ‘চীন, রাশিয়া, ইরানকে তাড়িয়ে দাও’- একচেটিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব‘র আব্দার মার্কিনীদের দাবি আদায়ের নামে জিম্মি সাধারণ ভোক্তারা : সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর: আজও ন্যায় বিচারের আশায় ফেলানীর পরিবার

  • আপলোড টাইম : ০২:২০ পিএম, বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর পূর্ণ হল আজ ৭ জানুয়ারি। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ১৪ বছর বয়সী কিশোরী ফেলানী। দীর্ঘ সাড়ে চার ঘণ্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ।

দেশ-বিদেশে আলোচিত এই নির্মম হত্যার বিচার এখনো ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশায় দিন কাটাচ্ছেন ফেলানীর বাবা-মা ও সীমান্ত এলাকার মানুষ।

ফেলানী হত্যায় ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধ হওয়া সময়ের দাবি বলে মনে করেন সীমান্তবাসীসহ আইন বিশেষজ্ঞরা।

১৫ বছর আগে বিএসএফের গুলিতে কাঁটাতারের ওপর হত্যার শিকার হয় কিশোরী ফেলানী। সেই থেকে মেয়ে হারানোর স্মৃতি ও তার কবরকে অবলম্বন করে বেঁচে আছেন মা-বাবা। ন্যায় বিচারের জন্য আজো ভারতের উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছেন তারা।

২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সঙ্গে কাঁটাতারের বেড়া পাড়ি দেওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘসময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশে-বিদেশে সমালোচনার ঝড় তোলে।

গণমাধ্যমসহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে বিএসএফের বিশেষ কোর্টে দুই দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে।

এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। তবে ১৪ বছর পার হয়ে ১৫ বছরে পড়লেও এখনো ফেলানী হত্যার বিচার পায়নি।

এ প্রসঙ্গে ফেলানীর মা জাহানারা বেগম গণমাধ্যমকে বলেন, বিএসএফ সদস্য অমিয় ঘোষ আমার মেয়েকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। কত রক্ত যে পড়েছে দুই দেশের মাটিতে। ১৫টি বছর হয়ে গেল ফেলানী হত্যার বিচার পেলাম না। বিচারের অপেক্ষায় এখনো আছি।

এদিকে মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশা প্রকাশ করে ফেলানীর বাবা নূরুল ইসলাম বলেন, ফেলানী হত্যার ১৪ বছর পার হয়ে ১৫ বছরে পড়লেও বিচার পেলাম না। ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারটা নিয়া গেলাম, কয়েকবার শুনানির তারিখ দিলেও তা পিছিয়ে গেছে। এখন তো আর কোনো খবর পাই না। আমার মেয়ে ফেলানীর বিচার হলে সীমান্তে আর মানুষ মরত না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি, ফেলানী হত্যার বিচারটা যেন করা হয়। মরার আগে আমি বিচারটা দেখে যেতে চাই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech