Breaking News:


শিরোনাম :
নিবন্ধন (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৬- জারি: চালু হচ্ছে ই-রেজিস্ট্রেশন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন সৌদির সীমান্তবর্তী ইয়েমেনে তীব্র লড়াই ও সংঘর্ষ : বিমান হামলায় ২০ জন নিহত খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত চলতি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ঘন কুয়াশায় ঢাকা রাজধানী: তাপমাত্রা নামলো ১২.৭ ডিগ্রিতে খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজ ও কাতারের আমিরের শোক প্রকাশ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম সহ সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা

খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত

  • আপলোড টাইম : ১০:৫২ এএম, শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১১ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২ জানুয়ারী মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস কুমার পালের সভাপতিত্বে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত শ্রী তপন ভট্টাচার্য্য।

প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, গণফোরাম সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল, শুভাশীষ বিশ্বাস সাধন এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর বোস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, বাবুল দেবনাথ, পূরবী মজুমদার, অ্যাডভোকেট শ্যামল কুমার রায়, গোপাল দেবনাথ, ধ্রুব কুমার লস্কর, কিশোর কুমার বসু রায় চৌধুরী পিন্টু, বাবুল দাস, ব্রজ গোপাল দেবনাথ, পদ্মাবতী দেবী, বিপ্লব দে, বিনয় ঘোষ বিটু, শচীন্দ্র নাথ বাড়ৈ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, অনয় মুখার্জী, গৌরাঙ্গ লাল মল্লিক, অমিতাভ বসাক বাপ্পী, সুজিত ঘোষ, ইভি সরকার লাকী, অ্যাডভোকেট তপন চত্রবর্তী, তপন ঘোষ, রামানন্দ দাস, জগন্নাথ চন্দ, মিনতি সরকার প্রমুখ।

প্রার্থনা সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়। সূত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech