শিরোনাম :
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ঘোষণার প্রজ্ঞাপন স্থগিত গহীন পাহাড়ে ‘গোপন বন্দিশালা’থেকে পাচারের উদ্দেশে জড়ো করা নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার বিশেষ সম্পাদকীয় : আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও আদালতে মুক্তিযুদ্ধকালীন অপরাধ ও অপরাধীদের বিচার হবে ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে তীব্র নিন্দা ঢাকার জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : জিএম কাদের ট্রাম্প অধিকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সাথে যুক্ত করার বিরোধী এবং তা ঘটবে না- ভ্যান্স প্রবাসীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল সহজ করলো এনবিআর অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না : জিএম কাদের

  • আপলোড টাইম : ০৭:১০ পিএম, শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০ Time View
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় একথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে অন্যান্য দল লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায় দাবি করে তিনি বলেন, দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল না।

জিএম কাদের বলেন, এখন নির্বাচন করতে গেলে কী হবে? কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনের জন্য আমরা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলি, তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছিলাম।

এই সরকার একই কাজ করছে এবং একটা ঐকমত্য কমিশন করেছে, যেখানে দেশের অর্ধেক লোককে বাদ দিয়ে ঐক্য করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বাদ দিতে হলে তাদের মামলায় দোষী সাব্যস্ত করতে হবে। লোক যারা খারাপ করছে তাদেরকে বাদ দিতে পারেন। কিন্তু বিচার ছাড়া দলকে কীভাবে বাদ দিতে পারেন।

সরকারের বিরুদ্ধে কিছু বললে নানান রকম ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে দাবি করেন জিএম কাদের বলেন, দেশের মানুষ তাদেরকে ক্ষমা করবে না। শেখ হাসিনাকে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠান সমর্থন দিয়েছিল। সমস্ত প্রতিষ্ঠান নিজের কবজায় করেও রাখতে পারে নাই। দেশের মানুষ তাদেরকে লাথি দিয়ে ফেলে দিয়েছে।

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে জামায়াতের চলমান আন্দোলনের প্রসঙ্গ টেনে জিএম কাদের বলেন, তারা বলছে- আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হলো মুদ্রার এপিঠ-ওপিঠ। তার অর্থ জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দেওয়ার কথা বলছে। 

জিএম কাদের বলেন, আজকে দেশে কোনো বিনিয়োগ হচ্ছে না। যারা ছোটখাটো ব্যবসা করতো সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। লাখ-লাখ মানুষ বেকার হচ্ছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে কখনও এত খারাপ ছিল না বলেও মন্তব্য করেন জিএম কাদের। তিনি বলেন, কোনো কিছুর নিরাপত্তা নেই। মানুষের জীবনের যেমন নিরাপত্তা নেই, তেমনি বাড়ি-ঘর, ব্যবসা-বাণিজ্য কোনো কিছুর নিরাপত্তা নেই। মানুষের বাড়ি-ঘর লুটপাট করে নিচ্ছে। মহিলাদের অসম্মান করা হচ্ছে। আমরা যা খবর পাচ্ছি- প্রতিদিন খুন হচ্ছে মানুষ।

দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে বলেও দাবি করেন জিএম কাদের। তিনি বলেন, টিসিবির ট্রাকে যত জনের মালামাল থাকে, তার চেয়ে ১০ গুণ মানুষ সেখানে বসে থাকে।

এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার। এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন মহাসচিব।  সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech