।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
চলমান জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে সামাজিক মাধ্যম ট্রুথে এক পোষ্টে তিনি জরুরিভিত্তিতে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের সরে যেয়ে শহরটি খালি করতে বলেছেন তিনি।
মঙ্গলবার ১৭ জুন দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের মধ্যে সামাজিক মাধ্যম ট্রুথে ‘অস্বাভাবিক’ এই বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বিবৃতিতে বলেছেন, “ইরানের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল। আমি তাদের চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম। কি লজ্জা আর মানব জীবনের অপচয়। সাধাণভাবে বলছি: ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি এটি বারবার বলেছি। সবাই জরুরিভিত্তিতে তেহরান খালি করে দিন।”

এদিকে ধারণা করা হচ্ছে ইরানিদের সঙ্গে মনস্তাত্বিক লড়াইয়ের অংশ হিসেবে ট্রাম্প এমন বিবৃতি দিয়েছেন। অন্যদিকে তার পোস্টের পর শঙ্কা তৈরি হয়েছে ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র।
এর আগে কানাডায় চলমান জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলে মধ্যে যুদ্ধের মধ্যেই হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।
মঙ্গলবার ১৭ জুন হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটও এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যা চলছে সেটি বিবেচনা করে ট্রাম্প সম্মেলন শেষ হওয়ার একদিন আগে ফিরে যাচ্ছেন। প্রেস সচিব ক্যারোলিন বলেছেন, সম্মেলনে অনেক কিছু অর্জিত হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যে যা হচ্ছে সেটির কারণে আজ রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নৈশভোজ শেষে প্রেসিডেন্ট কানাডা ছাড়বেন।
ট্রাম্পের ফিরে যাওয়ার খবর ছড়িয়ে পরার আগে সামাজিক মাধ্যম ট্রুথে ঐ পোস্ট করেন তিনি।