শিরোনাম :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ অন্তর্বর্তী সরকারের বিবৃতি : নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না নুরের ওপর হামলার তীব্র নিন্দা হেফাজতে ইসলামের ফারাক্কা ব্যারেজের কারণে অন্তত ২০টি নদী নিশ্চিহ্ন হয়ে গেছে: হাফিজ উদ্দিন নুরকে প্রধান উপদেস্টার ফোন: তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তুরস্কের আকাশসীমায় ইসরায়েলের বিমান ওড়ায় নিষেধাজ্ঞা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা : ৪ যাত্রীবাসের সংর্ঘষে ২৫ জন স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের প্রতিবাদ পাগলা মসজিদের দানবাক্সে মিললো ৩২ বস্তা টাকা, চলছে গণনা- নুরের ওপর হামলার নিন্দা প্রেস সচিব শফিকুল আলমের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণ: দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • আপলোড টাইম : ১২:৫৫ পিএম, সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হচ্ছে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ শীর্ষক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। আর এতে অংশ নিয়ে জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হলে মিলবে ৫ লাখ টাকার পুরস্কার।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, দেশের সব স্কুল, কলেজ, মাদরাসা ও সমমানের কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় কমিটির কাছে নাম নিবন্ধন করবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্ধারিত দেয়ালে তাদের শিক্ষার্থীদের দিয়ে গ্রাফিতি আঁকার সুযোগ পাবে। তবে যে দেয়ালে গ্রাফিতি আঁকা হবে, তা অবশ্যই নতুন, সংবেদনশীল নয় এমন স্থান হতে হবে।

পূর্বে আঁকা গ্রাফিতি মুছে নতুন গ্রাফিতি আঁকতে হলে তা ভিডিও করে সংরক্ষণ করতে হবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিযোগিতাটি তিনটি স্তরে অনুষ্ঠিত হবে— উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয়।

প্রতিটি স্তরে আলাদা কমিটির উপস্থিতিতে শিক্ষার্থীরা নির্ধারিত জায়গায় গ্রাফিতি অঙ্কন করবে এবং শেষে তাদের মধ্যে থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে।

বিজয়ী চিত্রগুলো স্থিরচিত্র ও ভিডিও আকারে ধারণ করে সংরক্ষণ করা হবে এবং এগুলো julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে।

একইসঙ্গে এই আয়োজনকে আরও উৎসাহব্যঞ্জক করতে পুরস্কারের ব্যবস্থা রেখেছে সরকার।

উপজেলা বা থানা পর্যায়ে প্রথম পুরস্কার ৭ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় ৭ হাজার এবং তৃতীয় ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম পুরস্কার ৩ লাখ, দ্বিতীয় ২ লাখ এবং তৃতীয় ১ লাখ টাকা।

সবশেষে জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক এবং একটি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচিত করে প্রতিটিকে দেওয়া হবে ৫ লাখ টাকা পুরস্কার।

এছাড়াও প্রতিযোগিতা আয়োজনে উপজেলা পর্যায়ে ৩০ হাজার টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরে সংশ্লিষ্ট থানা কমিটি এবং অন্যান্য মহানগরীতে জেলার সদর উপজেলা কমিটি এই প্রতিযোগিতার আয়োজন ও মূল্যায়নের দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech