।।বিকে রিপোর্ট।।
কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ হওয়া শিশু হুজাইফা আফনানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। হুজাইফাকে রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন হুজাইফাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে মেডিকেল বোর্ড।
মঙ্গলবার ১৩ জানুয়ারি মেডিকেল বোর্ডের বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও অধিকতর উন্নত চিকিৎসার প্রয়োজন। বিকেল চারটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা দেওয়া হয়।
চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, হুজাইফা আফনানের অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার স্নায়বিক জটিলতা ও আঘাতের গুরুত্ব বিবেচনা করে তাকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছে গঠিত মেডিকেল বোর্ড।
হুজাইফার চাচা শওকত আলী জানান, চমেক হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আহত হুজাইফাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সঙ্গে অভিভাবক হিসেবে শওকতসহ দুই চাচা যাচ্ছেন। এছাড়া, বিজিবির একজন কর্মকর্তা ও চমেক হাসপাতালের একজন প্রতিনিধি তাদের সঙ্গে যাচ্ছেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) এসআই আলাউদ্দিন তালুকদার জানান, মঙ্গলবার (আজ) বিকেল চারটার দিকে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে রবিবার ১১ জানুয়ারি সকাল ১০টার দিকে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সংঘাতের জেরে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যংয়ে শিশু হুজাইফা আফনান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। কক্সবাজার-টেকনাফ মহাসড়ক সংলগ্ন তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আফনান উপজেলার পুতুনি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। সে লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।