শিরোনাম :
অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবের চার দিনের বাংলাদেশ সফর  জনগণ মোটেও আতঙ্কিত না, এভরিথিং ইজ ভেরি নরমাল: ডিএমপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব-আমীর খসরু জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন প্রস্তাব গৃহীত গণতান্ত্রিক মহাসড়কে উঠল বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত শিক্ষার্থীর ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল বন্ধ নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

তিন ম্যাচ জিতে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েই এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

  • আপলোড টাইম : ০৯:৪২ পিএম, শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৩৩৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
৩ ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়েই এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ। যদিও দলের এশিয়ান কাপ নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই।

শনিবার ৫ জুলাই মিয়ানমারের ইয়াংগুন স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে হারলেও বাংলাদেশের এশিয়া কাপ খেলায় কোনো বাধা ছিল না।

তবে বাংলাদেশ তুর্কমেনিস্তানের বিপক্ষে সেই ৭-০ গোলের বড় জয় নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ের মিশন শেষ করেছে ঋতুপর্ণা চাকমা-আফেইদা খন্দকাররা।

উল্লেখ্য, এশিয়ান কাপ বাছাইয়ে আটটি গ্রুপ রয়েছে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সি গ্রুপ থেকে তিন ম্যাচে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। তিন ম্যাচে বাংলাদেশ ১৬ গোল দিয়েছে তিন প্রতিপক্ষকে। পক্ষান্তরে বাংলাদেশের জালে শুধু মাত্র মিয়ানমার একবার বল পাঠিয়েছিল।

আজ ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের বিপক্ষে ৭ গোল দেয় বাংলাদেশ। এর মধ্যে প্রথম ৬ গোল আসে ২০ মিনিটের মধ্যেই। যদিও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে ব্যর্থ হয় টাইগ্রেসরা। তারপরও বড় জয় নিয়েই মাঠ ছাড়লেন তারা।

আজ তুলনামূলক কম শক্তির তুর্কমেনিস্তানকে পেয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যের দেশটির জালে প্রথমার্ধে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার। একটি করে গোল করেন তহুরা খাতুন, মনিকা চাকমা ও স্বপ্না রানী।

বাংলাদেশের হয়ে গোলের খাতা শুরু করেন স্বপ্না। চতুর্থ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি। পরের মিনিটেই বাংলাদেশের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। কর্নার থেকে উড়ে আসা বল একবার গোলরক্ষকের হাতে লেগে ফিরলেও ফিরতি বলে গোল আদায় করেন তিনি। ১৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল দেন শামসুন্নাহার। বক্সের ভেতর আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

বাংলাদেশ গোলের হালি পূরণ করে ১৬তম মিনিটে। বুলেট গতির শটে বল জালে জড়ান মনিকা। তার পরের মিনিটে তুর্কমেনিস্তানের জালে আরও এক গোল। ঋতুপর্ণার শট গোলকিপারের হাতে লাগলেও আটকাতে পারেননি তিনি। ষষ্ঠ গোল পেতেও বেশি সময় লাগেনি টাইগ্রেসদের। এবার গোলের খাতা খোলেন তহুরা। লেফট উইং থেকে বাড়ানো ক্রসের পর আলতো টোকায় বল জালে জড়ান তিনি।

২০ মিনিটের মধ্যে ৬ গোল দিলেও প্রথমার্ধের বাকি সময়ে আর মাত্র ১ গোল পায় বাংলাদেশ। ৪০তম মিনিটে কর্নার থেকে বল আসার পর বক্সের বাইরের দূরূহ কোন থেকে নান্দনিক গোল করেন ঋতুপর্ণা। তাতে ‘সেভেন আপ’ পূরণ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অনেক আক্রমণ করেও আর তুর্কমেনিস্তানের দুর্গ ভাঙা যায়নি।

প্রসংগত, বাংলাদেশ নারী এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়েছিল। সেই ম্যাচে প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল। আজ তৃতীয় ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধেই ৭ গোলে এগিয়েছিল বাংলাদেশ। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ৮ গোল হজম করেছিল।

বাংলাদেশ দল আগামীকাল বিকেলে মিয়ানমার থেকে রওনা হবে। মধ্যরাতে বাংলাদেশে পৌঁছাবে। বাফুফে গভীর রাতেই নারী ফুটবলারদের সম্মাননা জানানোর পরিকল্পনা করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech