।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ১১২ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। বৃষ্টির ফলে দেরীতে শুরু ও দিন শেষে আলোকস্বল্পতার কারণে তৃতীয় দিনে মাত্র ৪৪ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ।
ব্যাটিংয়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন নাজমুল হোসেন শান্ত (১০৩ বলে ৬০) ও জাকের আলী (৬০ বলে ২১)।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনংসে বাংলাদেশ অলআউট হয়েছিল ১৯১ রানে। জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৩ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ গতকাল টেস্টের দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৫৭ রান তুলে।
মঙ্গলবার ২২ এপ্রিল সিলেটে সকাল ১০টায় তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দিনের শুরুতে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়।
মাঠে নেমেই এদিন শুরু থেকেই শর্ট বলে ভুগছিলেন মাহমুদুল। আর জিম্বাবুয়েও যেন তাকে এই ফাঁদেই ফেলার চেষ্টা করছিল। আর ফাঁদেও পড়লেন তিনি। মুজারাবানির শর্ট বল খেলতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। মাঠ ত্যাগ করার আগে ৬৫ বলে ৩৩ রান করেন তিনি।
এরপর নাজমুল-মুমিনুল জুটি বাংলাদেশকে একটি শক্ত ভিত গড়ার দিকে নিয়ে যায়। কিন্তু ৬৫ রানের এই জুটি ভাঙেন নিয়াউচি। স্লিপে ক্যাচ দিয়ে ৪৭ রানে আউট হয়ে মাঠ ত্যাগ করেন মুমিনুল।
প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া মুশফিক দ্বিতীয় ইনিংসেও যেন একই ভুল করে বসলেন। এই ইনিংসেও দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি মি. ডিপেন্ডেবল। মাঠ ত্যাগ করার আগে তিনি ২০ বলে ৪ রান করেন।
মাহমুদুল হাসান জয়ের পর নাজমুল হোসেন শান্তর সঙ্গেও অর্ধশত রানের জুটি গড়েন মুমিনুল হক। তবে নিজে অর্ধশত থেকে ৩ রান দূরে থাকতে আউট হন। ভিক্টর নিয়াউচির শিকার এই ব্যাটার ৮৪ বলে ৪৭ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার। কিন্তু প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ব্যক্তিগত ৪ রানে তিনি ব্লেসিং মুজারবানির শিকার হন। বাংলাদেশ দল এরপরই চা বিরতিতে যায়।
উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম দিনে একক আধিপত্য ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশকে মাত্র ১৯১ রানে গুটিয়ে দিয়ে ব্যাট হাতেও ভালো খেলেছে তারা। তবে দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ায় টাইগাররা। মেহেদী মিরাজ ও নাহিদ রানার বোলিং তোপে বড় লিড নিতে পারেনি সফরকারীরা। ২৭৩ রানে শেষ হয় জিম্বাবুয়ের প্রথম ইনিংস। তাতে ৮২ রানের লিড পায় জিম্বাবুয়ে।