।।বিকে ডেস্ক।।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান দেশে ব্যবসার সমৃদ্ধির জন্য ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি রাজস্ব কর্মকর্তাদের আরও সহানুভূতিশীল হতে বলেছেন।
বৃহস্পতিবার ১৩ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত বেশ কয়েকটি ব্যবসায়ী সমিতির সাথে প্রাক-বাজেট সভায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, আমরা যদি ব্যবসায়ীদের প্রতি সহানুভূতিশীল না হই, তাহলে দেশে ব্যবসা বাড়বে না। আমি রাজস্ব কর্মকর্তাদের আরও সহানুভূতিশীল হতে বলছি, এবং এটাই বাস্তবতা।
তিনি আরও বলেন, অগ্রাধিকার দেওয়ার জন্য কম কর নেওয়া বা বেশি কর আরোপ করা উভয়ই অন্যায্য এবং শাস্তিযোগ্য বিষয়। দুর্ভাগ্যবশত আমরা কখনই এই বিষয়গুলো চিহ্নিত করি না এবং কোনও পদক্ষেপও নেই না। এখন থেকে আমরা এই বিষয়গুলো চিহ্নিত করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।
রহমান বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ব্যবসায়ীদের জন্য যুক্তিসঙ্গত হবে যাতে তারা এর থেকে কিছু সুবিধা পেতে পারে।
আবদুর রহমান খান বলেন, দেশে উপজেলা এবং জেলা পর্যায়ে অনেক গ্রোথ সেন্টার রয়েছে যেখানে ব্যবসায়িক কার্যকলাপের পরিমাণ বিশাল। কিন্তু এই ব্যক্তিরা করের আওতায় নেই। আয়কর অফিস তাদের কাজ শুরু করেছে এবং ভ্যাট কমিশনারেটরাও তাদের কাজ শুরু করবে।
চট্টগ্রাম কাস্টমস হাউসে কিছু দুর্নীতির অভিযোগের বিষয়ে এনবিআর চেয়ারম্যান যদি কেউ দোষী সাব্যস্ত হন বা কোনও অপকর্ম করার সময় ধরা পড়েন, তাহলে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সদস্যকে নির্দেশ দেন।
হ্রাসকৃত কর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি যথেষ্ট হয়েছে, দীর্ঘদিন ধরে আপনি হ্রাসকৃত কর দিচ্ছেন, এখন সময় এসেছে স্ট্যান্ডার্ড হারে কর প্রদানের।’
এনবিআর চেয়ারম্যান আরও উল্লেখ করেন, গত কয়েক মাস ধরে এনবিআর কর অব্যাহতি সম্পর্কিত বেশ কয়েকটি এসআরও বাতিল করেছে। সকল এসআরও ২০২৫ সালের জুনে শেষ হবে এবং এগুলো আর বাড়ানো হবে না। সূত্র-বাসস।