Breaking News:


শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ : বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’: জাতিসংঘ সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা: মামলার চার্জশিট জমা ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু শেষ হলো পোস্টাল ভোট নিবন্ধন : নিবন্ধিত হলেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার হাতকরা লাগিয়ে পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে: নির্দোষ দাবি মাদুরোর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ মাঝারি শৈতপ্রবাহে কাঁপছে রাজশাহী: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি ইসিতে আপিলের ১ম দিনে ৪২টি আপিল দায়ের সবাইকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা সিপিবি-বাসদের

  • আপলোড টাইম : ১২:২২ পিএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৯ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

দল দুটির পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করা হয়েছে।

শনিবার ৩ জানুয়ারী রাতে পৃথক দুটি বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, চলমান মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সিপিবি দৃঢ়ভাবে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে। তারা ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনাকে চরম আগ্রাসী ও নিন্দনীয় কাজ বলে উল্লেখ করেছেন।

এই হামলা ও আগ্রাসন বন্ধে এখনই জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

সিপিবি আরও উল্লেখ করে, মূলত ভেনেজুয়েলার তেলসম্পদ দখলের উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে। ভেনেজুয়েলার ওপর চালানো এই বিমান হামলা মার্কিন সাম্রাজ্যবাদের উদ্ধত আচরণের নগ্ন বহিঃপ্রকাশ।

হুমকি ও ব্ল্যাকমেলের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র প্রশাসন আবারও নগ্ন শক্তির আশ্রয় নিয়েছে। এই আগ্রাসন দেশটির জনগণের স্বাধীন ইচ্ছা ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর সরাসরি আঘাত।

পৃথক এক বিবৃতিতে বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, এই হামলায় ভেনেজুয়েলার কারাকাস ও দেশটির অন্যান্য অঞ্চলের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এই আগ্রাসন জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতার সর্বজনস্বীকৃত নীতিমালার চরম লঙ্ঘন। এ ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে এবং লাখ লাখ ভেনেজুয়েলাবাসীর জীবন বিপন্ন করবে।

বাসদ মনে করে, এই হামলা মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী চরিত্র এবং আন্তর্জাতিক নীতিমালার প্রতি তাদের অবজ্ঞাকে উন্মোচিত করেছে। একই সঙ্গে এই ঘটনা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ‘অথর্ব’ চরিত্রকেও সামনে এনেছে।

বাসদ বাংলাদেশসহ বিশ্ববাসীকে ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। দলটির মতে, মাদকের অজুহাতে এই হামলার প্রকৃত উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা এবং প্রতিক্রিয়াশীল ধনিক-অলিগার্ক শক্তির সঙ্গে জোট বেঁধে জোরপূর্বক সরকার পরিবর্তন চাপিয়ে দেওয়া। তবে মার্কিন সাম্রাজ্যবাদের এই উদ্দেশ্য সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করে দলটি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech