Breaking News:


শিরোনাম :
দরপতন ঠেকাতে আরও ২০৬ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশসহ চার অধ্যাদেশ অনুমোদন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি- শীতের আমেজ দিনভরই অব্যাহত থাকতে পারে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিকের আশ্বাস যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড আরোপ দুঃখজনক, তবে ‘অস্বাভাবিক’ নয় : পররাষ্ট্র উপদেষ্টা বিপিএল: রাজশাহীর ৪ উইকেটে জয়, নোয়াখালীর টানা ষষ্ঠ হার শনিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক : ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে আবেদন অনলাইনে প্যারিসে তীব্র তুষারপাত: প্রায় ১৪০টি ফ্লাইট বাতিল দেশে কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশ: থাকবে আরও কয়েকদিন

  • আপলোড টাইম : ১০:৩৭ এএম, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পৌষের শেষে জেঁকে বসেছে শীত। মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের চার বিভাগ ও ২৪ জেলার ওপর দিয়ে।

বৃহস্পতিবার ৮ জানুয়ারী আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের প্রায় ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তাঁদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে। তবে গতকালের তুলনায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি আট জেলা অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ। রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে আজ ২৪ জেলায় আজ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

গতকাল বুধবার দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।

শৈত্যপ্রবাহটি আরও কিছুদিন স্থায়ী হতে পারে জানিয়ে তিনি বলেন, তীব্র শীতের অনুভূতি আরও দুদিন থাকার সম্ভাবনা রয়েছে। এর পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে শীতের অনুভূতি কমবে।

কুয়াশার কারণে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীত বেশি অনূভূত হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, কুয়াশা কিছুটা কাটতে শুরু করেছে, বুধবার সকাল ৮টার পর দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে এক ঝলক রোদের দেখা মিলছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কুয়াশা ছিল। বৃহস্পতিবার ও শুক্রবার কুয়াশার এমন পরিস্থিতি থাকবে। এর পর কুয়াশা কিছুটা কাটতে পারে, শনিবার শীতের অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা আছে। তবে শীত পুরো জানুয়ারি মাসই থাকবে বলে জানিয়েছেন তিনি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। নওগাঁর বদলগাছীতে মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ পাঁচ দিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বুধবার ও বৃহস্পতিবার সারাদেশে এবং শুক্র থেকে রবিবার নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর শনিবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

উল্লেখ্য, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এই শৈত্যপ্রবাহ আর কয়দিন চলবে—এমন প্রশ্নের জবাবে শাহীনুল ইসলাম বলেন, আরও কয়েকদিন চলতে পারে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা বাদ পড়ে যেতে পারে। তবে শৈত্যপ্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech