।।বিকে রিপোর্ট।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), ১৭টি হল সংসদ ও সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয় যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, । নয়টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি ভোট বুথ বসানো হয়েছে। এবার অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তারা ভোট দিচ্ছেন।
ঐক্যবদ্ধ প্রজন্ম প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী রাফিউল ইসলাম জীবন বাসসের কাছে ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি নিজের বিজয় নিয়ে আত্মবিশ্বাসও ব্যক্ত করেন।
নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে ১১টি ছাত্র হলে ১৭ হাজার ৬০০ জন এবং ছয়টি ছাত্রী হলে ১১ হাজার ৩০৫ জন ভোটার রয়েছেন।
অধ্যাপক নজরুল ইসলাম জানান, নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাকসুতে ২৪৮ জন, হল সংসদে ৫৯৭ জন এবং সিনেট আসনে ৫৮ জন প্রার্থী রয়েছেন।
রাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হল সংসদগুলোতে ভিপি পদে ৬১ জন, জিএস পদে ৫৮ জন এবং এজিএস পদে ৫৭ জন প্রার্থী লড়ছেন। ছয়টি ছাত্রী হলে ভিপি ও জিএস পদে ১৬ জন করে প্রার্থী এবং এজিএস পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাকসু, হল সংসদ ও সিনেট নির্বাচনে মোট ১১টি শিক্ষার্থী প্যানেল অংশগ্রহণ করছে।
অধ্যাপক নজরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা বলয় কার্যকর করা হয়েছে।