শিরোনাম :
দীপু দাসের পরিবারের দেখভালের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করল: শিক্ষা উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ফের হিন্দুত্ববাদী দলগুলোর বিক্ষোভ জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমঝোতা: চার আসনে ছাড় দিল বিএনপি   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র ও গুলি জব্দ শাহজালালে কাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ফের ভারতীয় হাইকমিশনারকে তলব আমরা প্রমাণ করতে চাই যে একটি সঠিক ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারি- সিইসি অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ফরিদপুরে যুবলীগ নেতাসহ ৫৮ জন গ্রেফতার নির্ধারিত সময়ে নির্বাচন হবে : যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত- প্রধান উপদেষ্টা ইইউ’র উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আনসার-ভিডিপির বৈঠক

শাহজালালে কাল সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপলোড টাইম : ০৮:৩২ পিএম, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১ Time View
ছবি: হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার ২৩ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়, যাত্রীসেবা, বিশেষ নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামীকাল বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত যাত্রী ছাড়া সব সহযাত্রী/দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই সময়ের মধ্যে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া অন্য কোনো সঙ্গী বা দর্শনার্থী বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।

এই সাময়িক বিধিনিষেধ বাস্তবায়নে যাত্রী এবং সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। তাঁর প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ওইদিন তারেক রহমান বিমানবন্দর ত্যাগ না করা পর্যন্ত বিমানবন্দর এলাকায় প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে।

বিমান টিকিট ও পাসপোর্ট ছাড়া কাউকে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে বিএনপির যে দলটি বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন তাঁরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করতে পারবেন।

এদিকে লন্ডন থেকে তারেক রহমান সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তাঁর দেশে ফেরা উপলক্ষে যেন কোনো বিমান যাত্রী হয়রানির শিকার না হন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিমানে দেশে ফিরবেন সেই বিমান থেকে শুরু করে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই তাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবে। যাতে তাঁর নিরাপত্তায় কোথাও কোনো ফাঁক না থাকে।

আগামীকাল বুধবার সন্ধ্যায় পরিবারসহ তারেক রহমানের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। তাঁর নিরাপত্তার অংশ হিসেবেই ইতোমধ্যে ওই ফ্লাইটের দায়িত্ব থেকে দুই কেবিন ক্রু জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলামকে সরিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় নিয়ে গতকালও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বৈঠক করেছে। ওই বৈঠকে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে তারেক রহমানকে বহনকারী বিমানের নিরাপত্তার নানা দিক বিশ্লেষণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech