শিরোনাম :
৪৮ ঘণ্টার আলটিমেটাম : জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাও ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৬ দেশ লন্ডনে অভিবাসনবিরোধীতায় লাখো মানুষের বিক্ষোভ: পুলিশের সাথে সংঘর্ষ, ২৬ পুলিশ আহত চাকরি করার জন্য জন্মায়নি, মানুষের জন্ম উদ্যোক্তা হওয়ার জন্য- প্রধান উপদেষ্টা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ বিয়ে বাড়ীর স্পিডবোট ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার যারা রাস্তা অবরোধ করেছে, তারা কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার গাড়িতে হামলার ঘটনায় সরকারের নিন্দা সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরে তৃতীয় দিনের সড়ক ও রেলপথ অবরোধ গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্রও গুঁড়িয়ে দিল ইসরায়েল- নিহত ৪৯, আড়াই লাখের বেশি মানুষ পালিয়েছে

৪৮ ঘণ্টার আলটিমেটাম : জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাও

  • আপলোড টাইম : ০৭:৩৬ পিএম, রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
নুরুল হক নুরের ওপর নির্মম হামলার ঘটনায় সরকার পক্ষ থেকে কোনো দৃশ্যমান অ্যাকশন না নেয়ায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দলটি। এর মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি করেছেন মো. রাশেদ খাঁন।   

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নূরের ওপর হামলাকারীদের গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার শুধু বিদেশে চিকিৎসার আশ্বাস দিয়ে তালবাহানা করছে। নূরকে কোন দেশে নেওয়া হবে, সেটি পরিবার ও দল মিলে ঠিক করবে।

তিনি অভিযোগ করেন, ১৭ দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত কমিটি করা হলেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। আমরা চাই সরকার বসে আলোচনার মাধ্যমে ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করুক।

সংগঠনের মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি ফারুক হাসান নূরের শারীরিক অবস্থা নিয়ে বলেন, রোববার তাকে ছাড়পত্র দেওয়ার কথা থাকলেও গতকাল শনিবার রাতে হঠাৎ তার অবস্থার অবনতি হয়েছে। তার নাসার হাড়ের ভাঙন বেড়েছে, চোয়ালে জটিলতা দেখা দিয়েছে, ডান পাশ আংশিক অবশ হয়ে গেছে। এখনো তিনি শক্ত খাবার খেতে পারছেন না, কেবল তরল খাবার দেওয়া হচ্ছে। লিভারেও আঘাতজনিত জটিলতা ধরা পড়েছে। চিকিৎসকরা তাকে আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারপ্রধান নুরকে দেশের বাইরে নেয়ার ঘোষণা দিলেও এখনও তাকে উন্নত কোনো দেশে নেয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ্য করছি। এজন্য আমাদের দল মনে করে, দলের পক্ষ থেকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেয়া হবে। শুরুতে সিঙ্গাপুর নেওয়ার কথা বলা হলেও পরে ভিন্ন ভিন্ন দেশের কথা বলা হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার ঘাটতি স্পষ্ট। সরকারের দয়ার ওপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

তিনি আরও বলেন, আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতলে আসতে হতে পারে। না হলে জুলাই যোদ্ধাদেরও হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এতদিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে সরকারের কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি।

রাশেদ খান বলেন, ‘সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, এর মধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও, বা সচিবালয় ঘেরাও। এই হামলার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তার দায় রয়েছে। এজন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাকেও পদত্যাগ করতে হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech