শিরোনাম :
১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীকে সাভার থেকে উদ্ধার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধি চূড়ান্ত করতে নাগরিকদের মতামত চেয়েছে ইসি ক্ষুধার্ত, নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল: বর্বর হামলায় আরও ৭২ জন নিহত বিমানবন্দরে ব্যাগে গুলিভর্তি ম্যাগাজিন: যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : রিজভী ইসরাইলি হামলায় এভিন কারাগারে বিদেশী সহ ৭১ জন নিহত : ইরান এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার : কঠোর সরকার, সংকট নিরসনে পাঁচ উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন

৬ উইকেটে জিতেও উইন্ডিজের বিদায় : নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ

  • আপলোড টাইম : ০৮:৫৮ পিএম, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে স্পোর্টস রিপোর্ট।।
বিশ্বকাপ বাছাইয়ের খেলায় পাকিস্তানের কাছে হারার পর সমীকরণের মারপ্যাঁচে পড়ে গিয়েছিল বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল নারী ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবে কিনা, তা নির্ভর করছিল ওয়েস্ট ইন্ডিজ এবং থাইল্যান্ডের ম্যাচের ওপর।

শনিবার ১৯ এপ্রিল বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৬৭ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড। জবাব দিতে নেমে ১০ ওভার ৫ বলে ৬ উইকেট হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অধিনায়ক হেইলি ম্যাথিউস।  

ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ক্যারিবীয় অধিনায়ক। দুর্দান্ত এই ইনিংসে ১১টি চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকান ২টি। ঝড় তুলেছেন আরেক ওপেনার কিয়ানা জোসেফ আর তিনে নামা ছিনেলে হেনরিও। ১২ বলে ২৬ রান করে আউট হয়েছেন জোসেফ। আর ১৭ বলে ৪৮ রান করে আউট হন হেনরি। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি।

শুরুতে থাইল্যান্ড ১৬৬ রানে অলআউট হয়ে গেলে সমীকরণ দাঁড়ায় ১০ ওভারে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজকে। নারী বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল মাত্র ১৬৭ রান। সেটি ক্যারিবিয়ানরা জিতল মাত্র ১০ ওভার ৫ বলেই।  

বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেশ কঠিন সমীকরণই ছিল। থাইল্যান্ডকে ১৬৬ রানে আটকে রাখার পর জয় পেতে হতো ১০ ওভারের মধ্যে। তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে জিতত তবে হিসাবটা একটু অন্যরকম হতো। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলত ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলত।

কিন্তু সেই লক্ষ্যপূরণের একদম কাছে গিয়েও পারেনি ক্যারিবীয়রা। ছক্কা মেরেই তারা ম্যাচ শেষ করেছে। জিতেছে ১০.৫ ওভারে। কিন্তু সমীকরণ মেলানোর জন্য ম্যাচে স্কোর সমান করে চার বা ছক্কা মারার যে হিসেব ছিল, সেটি মেলাতে পারেনি।

তাতে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত জয় পেলেও বিশ্বকাপে পৌঁছে যায় বাংলাদেশ।  

তাইতো ম্যাচ জিতে কিছুক্ষণ সমীকরণ না বোঝায় হতভম্ব থাকেন উইন্ডিজ ক্রিকেটাররা। সমীকরণ স্পষ্ট হতেই কান্না করে দেন অধিনায়ক হেইলি ম্যাথিউসসহ অন্য ক্রিকেটাররা।

গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান ৬। তবে রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতিদের রানরেট- ০.৬৩৯। আর ক্যারিবিয়ান নারীদের রানরেট ০.৬২৬।  ফলে রানরেটে অল্প ব্যবধানে এগিয়ে থেকে বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ।

মারকুটে ব্যাটিংয়ে থাইল্যান্ডের বিপক্ষে ২৩৫ বল হাতে রেখে ৬ উইকেটের দুর্দান্ত জয়ের পরও বিশ্বকাপ বাছাই থেকেই বিদায় হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আট দলের আসরে শেষ দল হিসেবে নাম লেখালো বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দল। প্রত্যেকে ৫টি করে ম্যাচ খেলার পর শীর্ষ ২ দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে পাকিস্তান তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের। দ্বিতীয় স্থানের লড়াইয়ে ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে নিশ্চিত হলো শীর্ষ দুইয়ে পাকিস্তানের সঙ্গী বাংলাদেশই।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech