শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে : সরকারের বিবৃতি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধ ইস্যু : যা বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল শাহবাগ : ব্লকেড কর্মসূচী ঘোষনা যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যহত: নিহত আরও ১০৬ ফিলিস্তিনি দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক  

৬ উইকেটে পাকিস্তানকে হারিয়ে সেমির পথে ভারত

  • আপলোড টাইম : ১১:২২ এএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাই-ভোল্টেজ ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের খেলায়ও ৪৫ বল হাতে রেখে পাকিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে ভারত। এই জয়ে সেমিতে এক পা দিয়ে রাখল রোহিত শর্মার দল। অন্যদিকে কাগজে-কলমে টিকে থাকলেও বিদায়ের পথেই পাকিস্তান।

রবিবার ২৩ ফেব্রুয়ারী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত।

টসে হেরে আগে বল করতে নেমে কুলদীপ যাদব-হার্দিক পান্ডিয়াদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাট হাতে ম্যান ইন গ্রিনদের বড় সংগ্রহ গড়তে দেয়নি রোহিত শর্মার দল। সর্বোচ্চ ৬২ রান করেন সৌদ শাকিল। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের ৪২ ও শেষদিকে খুশদিল শাহের ৩৮ রানের ইনিংসের সুবাদে ২৪১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। ভারতকে ২৪২ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে বিরাট কোহলির শতকে ৪২.৩ ওভারেই ৬ উইকেটের জয় নিশ্চিত করেছে ভারত। এই জয়ের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে এক পা দিয়েছে রোহিত শর্মার দল।

এর আগে পাকিস্তান ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়ে ৪১ রানের জুটি পায়। ওপেনার বাবর আজম ২৩ বলে ২৬ রান করে ফেরেন। দলের রান ৪৭ হতেই রান আউটে কাটা পড়েন ইমাম উল (১০)। এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান ১০৪ রানের জুটি গড়েন। রিজওয়ান ৭৭ বলে ৪৬ রান করেন। স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই ফিরে যান শাকিল। তার ব্যাট থেকে ৭৬ বলে ৬২ রান আসে। পাঁচটি চার মারেন তিনি।

তারা ফিরতেই একে একে সাজঘরে ফেরার মিছিলে নেমে অলআউট হয় পাকিস্তান। সালমান আঘা ১৯, তায়েব তাহির ৪ রান করে ফিরে যান। লোয়ারে স্পিন অলরাউন্ডার খুশদীল শাহ ৩৯ বলে দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে পাকিস্তানকে লড়াই করার পুঁজি এনে দেন।

২৪২ রানের লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু করে ভারত। বিশেষ করে রোহিত শর্মা। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তবে ১৫ বলে ২০ রানের বেশি করতে পারেননি ভারত অধিনায়ক। আরেক ওপেনার শুবমান গিলও একই মেজাজে ব্যাটিং করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৫২ বলে ৪৬ রান।

তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। পেয়েছেন সেঞ্চুরির দেখা। ইনিংসের শেষ বলে বাউন্ডারি মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। ১১১ বল খেলে ১০০ রানে অপরাজিত ছিলেন এই টপ অর্ডার ব্যাটার। তাছাড়া শ্রেয়াস আইয়ার করেছেন ৬৭ বলে ৫৬ রান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech