শিরোনাম :
শেখ হাসিনার দুই লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ সাড়ে ৫ ঘণ্টা পর আগুন নিভলো- অর্ধেক বস্তি পুড়ে ছাই, রাতে ঠাঁই ‘খোলা আকাশের নিচে’ ডিসেম্বরের প্রথমার্ধে যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা হবে : ইসি সানাউল্লাহ ঢাকার আকাশ আজ পরিষ্কার: তেতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি বিমানবন্দরে কার্গো শেডে অগ্নিকাণ্ড : বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন ছড়িয়েছে, নাশকতা ছিল না প্রশাসন নিয়ে বিতর্কিত মন্তব্য করা শাহজাহান চৌধুরীকে শোকজ করল জামায়াত ৩ ঘণ্টা ধরে জ্বলছে কড়াইল বস্তি: ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ারের ১৯ ইউনিট লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার চূড়ান্ত করেছে সরকার পরীক্ষা পেছানোর দাবি: শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, এখনো মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

পরীক্ষা পেছানোর দাবি: শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, এখনো মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

  • আপলোড টাইম : ০৮:৪৯ পিএম, মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনকারী পরীক্ষার্থীরা এখনো শাহবাগে অবস্থান করছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান ধরে রেখেছেন।

মঙ্গলবার ২৫ নভেম্বর বিকেলে জাস্টিস ফর ৪৭তম বিসিএস— ব্যানারে এসব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা।

পরে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। এতে সেখানেই অবস্থান নেন পরীক্ষার্থীরা।

সেখান থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আলোচনার জন্য সচিবালয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রতিনিধিদল। পরে ৪টা ৪০ মিনিটের দিকে কোনো আলোচনা ছাড়াই সচিবালয় থেকে ফিরে আসলে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।

কিছুক্ষণ পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ। পালটা পালটি ধাওয়ায় ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ মনসুর আহত হয়েছেন।
ওসি খালিদ মনসুর বলেন, আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছে। ইট পাটকেলের আঘাতে আমিও আহত হয়েছি। তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করছেন।

জানা যায়, লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি, মিছিল, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন ৪৭তম বিসিএসের একদল লিখিত পরীক্ষার্থী। তারা রাজশাহী, খুলনা ও ময়মনসিংহে রেলপথেও অবরোধ করেন। এছাড়া অবরোধ করা হয় ঢাকা-আরিচা মহাসড়কও। তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

পরীক্ষার্থীরা বলেন, আগের বিসিএসগুলোতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেয়েছেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে। প্রস্তুতির জন্য যৌক্তিক সময় দিতে হবে। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে।

অবশ্য আন্দোলনের মধ্যেও আগের সিদ্ধান্তে অটল রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech