Breaking News:


শিরোনাম :
জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত : জিয়ারত করলেন মির্জা ফখরুল ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: রাজনাথ রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ব্যবসায়ীদের হামলা মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়: তারেক রহমান নিরাপদ পানিকে মৌলিক অধিকার ঘোষণা: হাইকোর্টের রায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৮ ডিগ্রিতে, শীতে ব্যাহত জনজীবন পবিত্র কোরআন হাতে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহন করলেন মামদানি ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক: জানালেন জামায়াতের আমির

খালেদা জিয়ার সমাধিস্থল সবার জন্য উন্মুক্ত : জিয়ারত করলেন মির্জা ফখরুল

  • আপলোড টাইম : ০৮:০৫ পিএম, বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যার দিক শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত করতে আসেন মির্জা ফখরুল।

গাড়ি থেকে নেমে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত এবং কিছু সময় দাঁড়িয়ে দোয়া-মোনাজাত করেন।
সমাধিস্থল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গাড়িতে উঠে চলে যান। এ সময় একান্ত সহকারী ইউনূছ আলী তার সঙ্গে ছিলেন।

এদিকে সর্বসাধারণের জন্য বন্ধ থাকার একদিন পর বৃহস্পতিবার দুপুরে খুলে দেওয়া হয়েছে শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থল।

এরপর নেতাকর্মীরা ফুল নিয়ে নিয়ে তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন, কায়মনোবাক্য দোয়া করছেন আল্লাহর দরবারে ‘পরপারে ভালো থাকেন’।

গতকাল বিকেলে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সমাহিত করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।

নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতা-কর্মীরা ভিড় করে, ঢল নামে বিজয় সরণি সড়কে।

সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের অনেকে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকে ওই এলাকায় ভিড় করেন। উদ্যান বন্ধ থাকায় বিজয় সরণি মোড়ে উদ্যানের প্রবেশ মুখে ব্যারিকেডে অপেক্ষায় থাকেন অনেকে। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া করেন।

জানা যায়, সংস্কারকাজ চলমান থাকায় বন্ধ রাখা হয় ভেতরে প্রবেশ।পরে বেলা ১২টার দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতা-কর্মীরা কবর জিয়ারতের সুযোগ পায়। পুরো উদ্যানের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি রয়েছে অন্য বাহিনীর সদস্যরাও। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech