Breaking News:


শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ : বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর ‘পরিকল্পনা নেই’: জাতিসংঘ সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা: মামলার চার্জশিট জমা ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু শেষ হলো পোস্টাল ভোট নিবন্ধন : নিবন্ধিত হলেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার হাতকরা লাগিয়ে পা খুঁড়িয়ে চলা মাদুরোকে টেনে হিঁচড়ে নেওয়া হল আদালতে: নির্দোষ দাবি মাদুরোর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শ্বেতপত্র প্রকাশ মাঝারি শৈতপ্রবাহে কাঁপছে রাজশাহী: সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি ইসিতে আপিলের ১ম দিনে ৪২টি আপিল দায়ের সবাইকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

‘ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

  • আপলোড টাইম : ০৬:১৮ পিএম, রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০ Time View
ছবি কোলাজ: বিকে

।।বিকে রিপোর্ট।।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বাংলাদেশ দলের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

রবিবার ০৪ জানুয়ারি এক ই-মেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দেয় বিসিবি।

মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।

জানা যায়, আজ দুপুর ১টায় ১৭ জন পরিচালক অনলাইনে একটি বৈঠকে বসে। সেখানে সিদ্ধান্ত হয়, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ। বিষয়টি আইসিসিকে জানিয়ে দেওয়া হয়।

এর আগে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা।

এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা।

বিষয়টি নিয়ে শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।

তিনি আরো লেখেন, চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

প্রসংগত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের পর এবার ক্রীড়াঙ্গনে তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ফুঁসে ওঠে সারা দেশ।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজক শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের জেরে তাদের সব ম্যাচই লঙ্কান ভেন্যুতে নির্ধারিত হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে। যেখানে ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন। একই ভেন্যুতে পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ইতালি। শেষ ম্যাচে মুম্বাইয়ে বাংলাদেশ-নেপালের ম্যাচ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech