Breaking News:


শিরোনাম :
ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক রোহিঙ্গা প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপি, সিএমপির গণবিজ্ঞপ্তি, টেক্সাসে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা বেড়ে ২৪, নিখোঁজ প্রায় ২৫ শিশু প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করল এনবিআর সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৪৮৭ জন ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা-৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস নির্বাচন সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে-জনগণ তা রুখবে : জামায়াত আমির ট্রাম্প-পুতিন ফোনালাপের পর ইউক্রেনে রেকর্ড সংখ্যক ড্রোন নিক্ষেপ

ঈদের আগে ২ দিনে এলো আড়াই হাজার কোটি টাকার রেমিট্যান্স

  • আপলোড টাইম : ১০:২২ এএম, শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৩০ Time View
ছবি: প্রতিকী অর্থে

।।বিকে ডেস্ক।।
ঈদের ফিতরের আগে ২৫ ও ২৬ মার্চ এই দুই দিনে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যার পরিমান ১৯ কোটি ৭০ লাখ (১৯৭ মিলিয়ন) মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আড়াই হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা ধরে)।

এর আগে মার্চের ২২ দিনে রেমিট্যান্স এসেছে প্রায় আড়াই বিলিয়ন (২৪৪ কোটি) ডলার। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) এর পরিমাণ ২৯ হাজার ৭৬৮ কোটি টাকার বেশি। চলতি মার্চ মাসের ৫ দিন বাকি থাকতেই ২৯৪ কোটি ৫০ ডলার রেমিট্যান্স আয় এসেছে। একক মাসে এত বেশি পরিমাণ রেমিট্যান্স আগে কখনো আসেনি বাংলাদেশে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে, গত ২৪ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। বাকি সাত দিন এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মাসে ৩ বিলিয়ন ডলারের ওপরে রেমিট্যান্স আসবে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্টরা জানান, অর্থপাচারে বর্তমান সরকার কঠোর অবস্থান নিয়েছে। ফলে হুন্ডিসহ বিভিন্ন অবৈধ চ্যানেলে টাকা পাঠানো কমে গেছে। বৈধ পথে রেমিট্যান্স আহরণ বেড়েছে।

এছাড়া পবিত্র রমজান মাস শেষের পথে। আসছে খুশির ঈদূল ফিতর। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে বাড়ছে বিভিন্ন কেনাকাটা। তাই পরিবার-পরিজনের বাড়তি খরচের কথা মাথায় রেখে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। যার কারণে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাচ্ছে বাংলাদেশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট ২ হাজার ১৪৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের তুলনায় ২৮ দশমিক ৪ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৬৯ কোটি মার্কিন ডলার।

এছাড়া চলতি বছরে ফেব্রুয়ারি মাসে বৈধ পথে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। দৈনিক গড়ে এসেছিল ৯ কোটি ডলার বা এক হাজার ১১০ কোটি টাকার রেমিট্যান্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech