শিরোনাম :
যুক্তরাষ্ট্র এমন যুদ্ধে হস্তক্ষেপ করবে না যেখানে তার স্বার্থ নেই: জেডি ভ্যান্স নানান নাটকীয়তার পর নারায়ণগঞ্জে আইভি গ্রেফতার : হত্যা মামলায় পাঠানো হলো কারাগারে ভারতের ৫০ সেনাকে হত্যার দাবি পাকিস্তানের গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যহত: নিহত আরও ১০৬ ফিলিস্তিনি দেশের মুদ্রাস্ফীতি কমেছে ৬ শতাংশ: গভর্নর রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের পরবর্তী ধাপের আলোচনার কর্মপরিকল্পনা দ্রুত চূড়ান্ত করার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আ. লীগকে নিষিদ্ধ করার দাবিতে যমুনার সামনে বিক্ষোভ চলছে : বাদ জুমা বড় জমায়েতের ডাক   মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যহত থাকবে দায়িত্বে অবহেলায় তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত  ইসরায়েলী ড্রোন ব্যবহার করছে ভারত : ২৫টি হেরোপ ভূপাতিত করল পাকিস্তান

ঈদের দিনে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জন

  • আপলোড টাইম : ১২:২৬ পিএম, মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার ১০ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

৩১ মার্চ সারাদিনে সারাদেশে এই হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে পাঁচজন, বগুড়ায় তিনজন ও মেহেরপুরে তিনজন, গাজীপুরে ‍দুজন, কিশোরগঞ্জে দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন হয়েছেন। এ ছাড়া নওগাঁ, পিরোজপুর, ঝিনাদহ ও যশোরে একজন করে নিহত হয়েছেন।

বিভিন্ন গণমাধ্যম এবং টেলিভিশন সূত্রে এসব খবর জানা গেছে।

চট্টগ্রাম: ভোরে সৌদিয়া পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল। পথে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘঠনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন ৬ জন।

গাজীপুর: সকালে গাজীপুরের শিববাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন চারজন।

বগুড়া: দুপুরে বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হন চারজন।

নওগাঁ: সকালে জেলার সাপাহারে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিন আলম (১৭) নামে যুবক নিহত হন। এতে আহত দুই আরোহী।

পিরোজপুর: ঈদের দিন দুপুরে পিরোজপুরের ইন্দুরকানীতে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহিউদ্দিন তুহিন (২৫) নামে এক যুবক নিহত হন। এতে আহত হন তার স্ত্রী মিম আক্তার।

কিশোরগঞ্জ: বিকেলে জেলার কুলিয়ারচরের আগরপুর-পোড়াদিয়া সড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

মেহেরপুর: বিকেলে শহরের আহম্মদ আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাশে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া: সন্ধ্যায় জেলার আশুগঞ্জের সোনারামপুর এলাকায় রাজমনি হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এতে গুরুতর আহত হন আরও দুজন।

এ ছাড়া ঝিনাদহ ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech