।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
কাতারে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ফোর্দো পারমাণবিক কেন্দ্রে মার্কিন হামলার জবাব ২৪ ঘণ্টার মধ্যেই দিল ইরান।
সোমবার ২৩ জুন স্থানীয় সময় দেশটির রাজধানী দোহায় অবস্থিত এ ঘাঁটিতে হামলা হয়। এ ছাড়া দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস নিউজ এজেন্সি এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
হামলার পরপরই দেওয়া বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছে দেশটির ইসলামী বিপ্লবী বাহিনী (আইআরজিসি)। জানিয়েছে, কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ‘ভিক্টোরি অব প্রমিজ’ (বিজয়ের প্রতিজ্ঞা) নামে এই অভিযান শুরু করেছে আইআরজিসি।
এদিকে, সাময়িকভাবে আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। আজ সোমবার সন্ধ্যায় কাতার সরকার আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নেয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, এক-এ দেওয়া এক পোস্টে আকাশপথ বন্ধের বিষয়টি জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে আজ সিরিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। এরপর এবার আকাশপথ বন্ধ করল কাতার।
সোমবার রাতে একই সঙ্গে মধ্যপ্রাচ্যের কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল তেহরান।
কাতারের ঘাঁটিতে ইরানের হামলার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও।
হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। হাই অ্যালার্ট জারি করা হয়েছে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে। বাহরাইনে দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে নাগরিকদের। কাতারে হামলার কড়া প্রতিক্রিয়া জনিয়েছে সৌদি আরব।
সিএনবিসি, এএফপি।