শিরোনাম :
আবু সাঈদের কবর জিয়ারত ও মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু এনসিপির খুলনায় জুলাই আন্দোলনের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি: ৩৬ দিনের কর্মসূচি সমূহ জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ইরানে মার্কিন হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম: ওয়াশিংটন পোস্ট জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা গণঅধিকার পরিষদের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ১ জুলাই : স্বৈরাচারী আওয়ামী লীগ পতনের ‘জুলাই গণঅভ্যুত্থানে’র সূচনা আজ ব্যাংক হলিডে : বন্ধ থাকবে লেনদেন ৮টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে

ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে : রিজভী

  • আপলোড টাইম : ১০:৫৩ এএম, সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দেশের স্বার্থে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে, এক কাতারে থাকতে হবে। ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

রবিবার ২৯ জুন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

তিনি জানান, ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ঘিরে বিএনপির কর্মসূচি থাকবে।যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও যুক্ত থাকবেন। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধার মাধ্যমে।

রিজভী বলেন, গণঅভ্যুত্থান- ভোট, নির্বাচন ও ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে, এক কাতারে থাকতে হবে।

রিজভী অভিযোগ করে বলেন, সরকার চায় না দেশের জনগণ স্থিতিশীল থাকুক। বরং তারা বিভ্রান্তি ও অরাজকতা তৈরি করতে চায়।

কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে উদাহরণ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের এক নেতা এই ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিচ্ছিন্ন নয়, বরং সুপরিকল্পিত চক্রান্তের অংশ।

সরকারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ধীর পদক্ষেপের কারণে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড. মোর্শেদ হাসান খান প্রমুখ।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech