শিরোনাম :
আলোচনার মধ্যেই কর্মসূচি স্ববিরোধী: সালাহউদ্দিন আহমদ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : জামায়াত সেক্রেটারি আমেরিকার নগ্ন সমর্থনে বে-পরোয়া ইসরাইল: ৫০টিরও বেশি বহুতল ভবন ধ্বংস -লাখো মানুষ বাড়ী-ঘর ছেড়ে পালাচ্ছেন ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের আবেদন সময় বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়লো ১ মাস: প্রজ্ঞাপন জারি আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে: ঢাকা সহ সারাদেশে টানা বৃষ্টির পূর্বাভাস ডেঙ্গুতে ১ দিনে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৬৩৬ জন পিআর একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান : রিজভী শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার জন্যে সব ধরনের মানবতাবিরোধী অপরাধ করেছে ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর-আগুন

হামজার অভিষেক ম্যাচ : দাপুটে খেলেও ভারতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

  • আপলোড টাইম : ১০:০৯ পিএম, মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৬ Time View
ছবি: ভিডিও থেকে সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের খেলায় ভারতের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলেও জয় পায়নি বাংলাদেশ। নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমেই সামর্থ্যের শতভাগ দিয়ে খেলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরি। কিন্তু শেষ পর্যন্ত গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল।

মঙ্গলবার ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

তৃতীয় রাউন্ডে সি গ্রুপের ম্যাচে খেলতে নামে দুদল। এ ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় বহুল আলোচিত হামজা চৌধুরীর। অন্যদিকে অবসর ভেঙে ভারতীয় শিবিরে ফেরেন দলটির কিংবদন্তি সুনীল ছেত্রী।

ফিফা র‌্যাংকিংয়ে ২১০ দেশের মধ্যে ভারতের বর্তমান র‌্যাংকিং ১২৬, আর বাংলাদেশের ১৮৫। তবে যোজন পিছিয়ে থেকেও মাঠে বাংলাদেশই দাপট দেখিয়েছে।

কনকনে বাতাস। ঘাসে জমছিল কুয়াশা। এমন শীতল আবহাওয়ায় জওহরলাল নেহেরু স্টেডিয়ামের গ্যালারিতে ভারতীয় সমর্থকরা কোরাসে ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ আওয়াজ তুলে পরিবেশ গরম করেই রাখছিলেন। গ্যালারিতে উত্তেজনা থাকলেও স্বাগতিক ভারত ম্যাচে গোল করতে পারেনি।

বাংলাদেশ ভারতের চেয়ে সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় গোলশূন্য ড্র হয়েছে।

বাংলাদেশের জার্সিতে আজ অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজা চৌধুরির। নতুন পরিবেশে হামজা প্রথম ম্যাচেই প্রাণবন্ত ছিলেন। যেখানে বল সেখানেই ছুটে গেছেন তিনি। কখনও রক্ষণের দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, আবার কখনও আক্রমণে সহায়তা করেছেন।

বাংলাদেশের কর্নারগুলো হামজাই নিয়েছেন। মাঝেমধ্যে হামজার বাড়ানো থ্রু পাস ভারতের রক্ষণে ত্রাসের সৃষ্টি করেছে। প্রতিপক্ষের সঙ্গে বল দখলের লড়াইয়ে অধিকাংশ সময় হামজাই জিতেছেন। হামজার ট্রেডমার্ক স্লাইডিং ট্যাকেলে নস্যাৎ-ও হয়েছে ভারতের আক্রমণ।

হামজার উজ্জ্বল দিনে নিষ্প্রভ ছিলেন ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। তিনি বাংলাদেশের গোলরক্ষক মিতুল মারমাকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেননি। কয়েক দফা বলের লাগাল পাননি, আবার পেলেও ঠিকমতো টাইমিং করতে পারেননি। তাই ভারতীয় কোচ মার্কোস ৮১ মিনিটে সুনীলকে তুলে নেন।

একাধিক বার ভারতের গোল পোস্টে আক্রমণ করেছে হামজারা। তবে সবকটি গোলের সুযোগ মিসও করেছে তারা।

ম্যাচের শুরুর পরই গোলের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের ৩১ সেকেন্ডের মাথায় ভুল করে বল বাংলাদেশের মিডফিল্ডার জনির কাছে বল দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার ভিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও নেটের পাশে শট মারেন জনি।

ম্যাচের ৯ মিনিটের মাথায় বক্সে বল পেয়েছিলেন শাহরিয়ার ইমন। মোরসালিনের বাড়িয়ে দেওয়া বলে বলে তার হেড গোলপোস্টের পাশ ঘেষে চলে যায়। ম্যাচের ১৭ মিনিটে ডান প্রান্ত হামজার থ্রুও এনে দিয়েছিল গোলের সুযোগ। তবে জনি বা অন্য কেউ সে সুযোগ কাজে লাগাতে পারেনি।

ম্যাচের ২১ মিনিটে ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন তপু বর্মণ। এরপরও কয়েক বার আক্রমণ করে বাংলাদেশ। কাউন্টার অ্যাটাকে ভারতও কয়েক বার আক্রমণ করে। বাংলাদেশের হয়ে ত্রাতা হয়ে দাঁড়ান গোলরক্ষক মিতুল বড়ুয়া।

দ্বিতীয়ার্ধে খেলা কিছুটা ঢিমেতালে চলে। কোনো দলই তাড়াহুড়া করে ভুল করতে চায়নি। মাঝমাঠে চলে বল দখল নিয়ে জমাট আক্রমণে ওঠার লড়াই।

তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য ভারতকে। খেলার শুরু থেকেই আক্রমণ করতে থাকে স্বাগতিকরা। ৫৫ মিনিটে লিস্টন কোলাসোর ক্রসে সুনীল ছেত্রী মাথা ছোঁয়াতে পারলেই গোল হতে পারতো। বাংলাদেশের গোলরক্ষক মিতুল পরাস্ত ছিলেন। এরপর ভারত একাধিক কর্নার আদায় করে কয়েক মিনিটের মধ্যে। হামজা এই অর্ধে রক্ষণেই বেশি সময় কাটিয়েছেন।

৬০ মিনিটে বাংলাদেশ শাহরিয়ার ইমন ও জনির পরিবর্তে চন্দন রায় ও ফয়সাল আহমেদ ফাহিমকে নামায়। ৭৫ মিনিটে রাকিবের বাড়ানো বলে ফাহিম বক্সের মধ্যে গোলের সুযোগ পেয়েও মিস করেন। দুই মিনিট পর হ্যাভিয়ের দুই সোহেল রানাকে এক সঙ্গে নামান হৃদয় ও মোরসালিনের জায়গায়। একাধিক খেলোয়াড় পরিবর্তন করলেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেননি কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।  

৭৩ মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে মার্কারকে দূরে ঠেলে হেড নিয়েছিলেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। বুলেট গতির হেড পোস্টে পাশ দিয়ে চলে যায়।

শেষ দিকে লং থ্রোয়ের পর জটলার ভেতর থেকে ফিরতি বল পেয়েছিলেন বদলি নামা স্ট্রাইকার ফয়সাল। বাঁ প্রান্তে বেশ দূরত্ব থেকে বাঁ পায়ের বুলেট গতির শট নেন। বলটি কোনোমতে ঠেকিয়ে দেন ভারতের গোলকিপার বিশাল কাইথ।

এরপর দুদল সেভাবে আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে না পারায় সমতায় নিয়েই মাঠ ছাড়ে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech