।।বিকে রিপোর্ট।।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত আলচনার জন্য ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার ১৭ জানুয়ারি বিকেলে শুরু হওয়া এই সভায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল–সহ আরও তিন পরিচালক উপস্থিত ছিলেন। যেখানে আইসিসির একজন প্রতিনিধি সশরীরে এবং আরেকজন অনলাইনে যোগ দিয়েছিলেন। আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে খেলার আবেদনও জানিয়েছে বিসিবি। কয়েক দফা চেষ্টা করেও বিসিবির অনড় অবস্থান টলাতে পারেনি আইসিসি। এ বিষয়েই চূড়ান্ত আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছে আইসিসির এই প্রতিনিধি দল।
আজকের বৈঠকেও আইসিসিকে ভারতে দল না পাঠানোর ব্যাপারে সরাসরি জানিয়েছে বিসিবি। অর্থাৎ, বাংলাদেশ নিজেদের আগের অবস্থানেই অনড়। এ ছাড়া কেন খেলতে যেতে চায় না সেটাও বিস্তারিত জানিয়েছে বিসিবি। একইসঙ্গে আবারও ভারতের বাইরে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণের আহবান জানানো হয়েছে।
বিসিবির শীর্ষ একজন পরিচালক বৈঠকে আলোচনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিসিবির সব কথা আইসিসির সিকিউরিটি প্রধান শুনেছেন এবং পরে বিস্তারিত সিদ্ধান্তের কথা জানাবেন।
পরবর্তীতে এক বিবৃতিতে বিশ্বকাপে গ্রুপ পরিবর্তন নিয়ে সম্ভাবনার কথাও আলোচনায় উঠে এসেছে বলে উল্লেখ করে বিসিবি, ‘গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে সভা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই খোলামেলা আলোচনার মাধ্যমে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মতবিনিময় করে। আলোচনার এক পর্যায়ে লজিস্টিক বা আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব কম রেখে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও বিবেচনায় আনা হয় ৷’
বিসিবি আরও বলছে, আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
একই সঙ্গে বিসিবি বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগ তুলে ধরা হয়। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, বাংলাদেশের সমর্থক, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা-সংক্রান্ত বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই সভায়। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় উভয়পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বলেও একমত হয়েছে।
এর আগে আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও একই অবস্থান জানিয়েছিল বিসিবি। এবার সরাসরি বৈঠক করতে ঢাকায় এলেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গী হসেবে বিশ্ব ক্রিকেট সংস্থাটির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্সের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনারও আসার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় ঢাকায় আসা হয়নি তার। সে কারণে তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিপরীতে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
আজ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের সঙ্গে আইসিসি প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকেও পূর্বের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে খেলা—না খেলা এখন নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।
তবে, বিসিবির প্রত্যাশা এই বৈঠকের ফল ইতিবাচকই হবে। দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা।