Breaking News:


ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করলো ছাত্রদল

  • আপলোড টাইম : ১২:০৫ পিএম, সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১০ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

সোমবার ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টার দিকে তারা এই কর্মসূচি শুরু করে।

সরজমিনে দেখা গেছে, বেলা ১১টা থেকে ছাত্রদলের কর্মীরা ইসির সামনে আসতে শুরু করেন। মহানগরের বিভিন্ন ইউনিট থেকে ছাত্র নেতারা সেখানে অবস্থান নিয়েছেন। পরে সোয়া ১১টার দিকে তারা কর্মসূচি শুরু করেন। এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত হন।

ছাত্রদলের তিন অভিযোগ—
১. পোস্টাল ব্যালট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর সংশয় সৃষ্টি করেছে।
২. বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপের মুখে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করছে ইসি, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারত্বকে প্রশ্নবিদ্ধ করে।
৩. বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে ইসি নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি করেছে, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এর আগে গতকাল রবিবার দিনভর ইসির সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতে কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি তালকের মতো কমূর্সচী স্থগেত কথা জানিয়েছিলেন। যা আবার আজ সকাল থেকে শুরু হবে।

ছাত্রদলের সভাপতি রাকিব বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বারবার নির্বাচন কমিশন ভবনে এসে বেশ কয়েকটি সিদ্ধান্ত প্রভাবিত করেছে। সেগুলো আমরা অ্যাড্রেস করেছি। তারা (ইসি) আমাদের আশ্বস্ত করেছে, এ বিষয়ে তারা অবগত রয়েছেন। অবশ্যই পরে কেউ যেন এভাবে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করতে না পারে, সেগুলো তারা দেখবেন। তিনি বলেন, আমাদের আজকের (গতকাল) ঘেরাও কর্মসূচি এখানে সমাপ্ত করছি। আগামীকাল (আজ) আবারও ১১টা থেকে আমাদের এই ঘেরাও কর্মসূচি শুরু করব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি অব্যাহত রাখব।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech