শিরোনাম :
দুই পত্রিকা ও ছায়ানট-উদীচীতে হামলায় গ্রেফতার ৯ জন, শনাক্ত ৩১ যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দৃশ্যমান বিচার চায় জনগণ : রিজভী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ, যা বলছে ভারত কৃষি ও সিএমএসএমই ঋণে প্রভিশনিং হার কমাল বাংলাদেশ ব্যাংক ঘন কুয়াশার সাথে দেশের উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত, ঢাকাতেও মাঝারি কুয়াশা এ কে খন্দকারের জানাজায় প্রধান উপদেষ্টার অংশগ্রহণ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার আভাস ইউক্রেন যুদ্ধ নিয়ে মাখোঁ সঙ্গে আলোচনায় প্রস্তুত পুতিন আমদানি-রপ্তানি সহজ করতে সব বন্দরে চালু হবে আরটিজিএস: গভর্নর

কৃষি ও সিএমএসএমই ঋণে প্রভিশনিং হার কমাল বাংলাদেশ ব্যাংক

  • আপলোড টাইম : ১২:১১ পিএম, সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
দেশের অর্থনীতির প্রাণশক্তি কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঋণের প্রবাহ বাড়াতে স্বল্পমেয়াদি কৃষি ঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প খাতে ঋণ প্রদানের বিপরীতে ব্যাংকগুলোর নিরাপত্তা সঞ্চিতি বা প্রোভিশন রাখার হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার ২১ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এ কথা বলা হয়,

নির্দেশনায় বলা হয়, এখন থেকে স্বল্পমেয়াদি কৃষি এবং সিএমএসএমই খাতের সব ধরনের সাধারণ ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে মাত্র ০.৫০ শতাংশ হারে প্রোভিশন রাখতে হবে। স্ট্যান্ডার্ড বা নিয়মিত ঋণ এবং স্পেশাল মেনশন অ্যাকাউন্ট (এসএমএ) উভয় ক্ষেত্রেই একই হার কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন সিদ্ধান্ত ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

নীতিমালার এই পরিবর্তন বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য বড় ধরণের স্বস্তি নিয়ে আসবে। ২০২৪ সালের আগের নিয়ম (বিআরপিডি সার্কুলার ১৫) অনুযায়ী, ব্যাংকগুলোকে সাধারণ ঋণের বিপরীতে ১ শতাংশ এবং স্পেশাল মেনশন অ্যাকাউন্টের বিপরীতে ৫ শতাংশ হারে প্রোভিশন রাখতে হতো। এখন নির্দিষ্ট কিছু খাতে সেই হার কমিয়ে আনায় ব্যাংকগুলো কৃষি ও ক্ষুদ্র শিল্পে ঋণ দিতে আরও বেশি আগ্রহী হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করার নির্দেশ দিয়েছে।

এই নতুন বিজ্ঞপ্তি জারির ফলে ২০২৫ সালের পূর্ববর্তী নির্দেশনা (বিআরপিডি সার্কুলার লেটার ২২) বাতিল হয়ে যাবে। তবে ২০২৪ সালের সার্কুলারের অন্যান্য সাধারণ নিয়ম ও ঋণ শ্রেণীকরণ পদ্ধতি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech