।।বিকে রিপোর্ট।।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আজ ঝালকাঠিতে জেলেদের নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ আগস্ট বিকেল ৫ টায় ঝালকাঠির সুগন্ধা নদীর কিস্তাকাঠি খেয়াঘাট থেকে জেলেদের এ নৌকা বাইচ শুরু হয়ে ঝালকাঠি পৌর মিনি পার্কে এসে শেষ হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলেদের বিনোদনের কথা চিন্তা করেই এ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত সফল হয়েছে। নৌকা বাইচ বাংলার আবহমান ঐতিহ্যের অংশ, একে লালন করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, ঝালকাঠিবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিয়ে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ। তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ প্রতিযোগিতায় মোট ১১টি জেলে নৌকা অংশ নেয়। এ প্রতিযোগিতায় সোবাহান হাওলাদারের দল প্রথম স্থান অর্জন করে। মাহাবুব সিকদারের দল হয় দ্বিতীয় এবং হাফিজুল ইসলামের দল তৃতীয় স্থান অধিকার করে। এরপর বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে নগদ অর্থ ও অন্যান্য পুরস্কার তুলে দেয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম। সংকলিত।