শিরোনাম :
অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবের চার দিনের বাংলাদেশ সফর  জনগণ মোটেও আতঙ্কিত না, এভরিথিং ইজ ভেরি নরমাল: ডিএমপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব-আমীর খসরু জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন প্রস্তাব গৃহীত গণতান্ত্রিক মহাসড়কে উঠল বাংলাদেশ: অ্যাটর্নি জেনারেল নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক অনুষ্ঠিত শিক্ষার্থীর ওপর হামলা ও মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ, যান চলাচল বন্ধ নিয়োগ পরীক্ষায় কোটা বৈষম্যের অভিযোগে রাঙামাটিতে ৩৬ ঘণ্টার হরতাল চলছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের প্রকল্পে স্বাক্ষর

  • আপলোড টাইম : ০৪:৩৪ পিএম, রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৪ Time View
ছবি: ‍ইউএনওপিএস বাংলাদেশ

।।বিকে ডেস্ক।।
নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১০ লাখ মার্কিন ডলারের একটি প্রকল্প নথিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও  ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন এই প্রকল্প নথিতে স্বাক্ষর করেন।

রবিবার ইআরডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে সেনা সদর দপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়, এলসি ইনিশিয়েটিভ ফান্ড ফর ইউনিফর্মড উইমেন ইন পিস অপারেশনস (ইআইএফ) এবং ইউএনওপিএস-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইআরডি সচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লিঙ্গ সমতা ও নারীর অংশগ্রহণ বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, প্রকল্পটি এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শান্তিরক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিতে প্রকল্পটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরো জোরদার করবে।

ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বলেন, ‘এই প্রকল্পের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রাক-প্রস্তুতি প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের জন্য একটি বিশেষ আবাসন সুবিধা নির্মাণ করা হবে। এতে তারা প্রশিক্ষণ চলাকালে নিরাপদ ও উপযুক্ত পরিবেশে থাকতে পারবে।’

তিনি বলেন, ‘নারী শান্তিরক্ষীদের ক্ষমতায়ন মানে শান্তি প্রতিষ্ঠায় আরো অন্তর্ভুক্তিমূলক পথ তৈরি করা, যা বৈশ্বিক স্থায়ী শান্তি অর্জনের ক্ষেত্রে জাতিসংঘের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

প্রকল্পের আওতায় নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে বিপসট-এর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ৬০ জন নারী শান্তিরক্ষী থাকা যায়, প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ এমন একটি  জি+২ ডরমেটরি নির্মাণ করা হবে। এতে এলসি ইনিশিয়েটিভ ফান্ড (ইআইএফ) অর্থায়ন করবে এবং  বিপসট-এর সঙ্গে সমন্বয় করে  ইউএনওপিএস তা বাস্তবায়ন করবে।

এই উদ্যোগ শান্তিরক্ষায় লিঙ্গ সমতা ও বাংলাদেশের বৈশ্বিক অবদান বৃদ্ধি করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ হবে। এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫, ১০, ১৬ ও ১৭ নম্বর অভীষ্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রকল্পটির সময়সীমা ধরা হয়েছে তিন বছর। প্রকল্পের মোট আনুমানিক বাজেট নির্ধারিত হয়েছে ৯ লাখ ৯৭ হাজার ৩৩৬ মার্কিন ডলার।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech