।।বিকে রিপোর্ট।।
নিলামের মাধ্যমে ১১টি ব্যাংকের কাছ থেকে আরও ৮৩ মিলিয়ন বা ৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৬২২ মিলিয়ন ডলার কিনেছে।
রবিবার ১০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ১১টি ব্যাংক থেকে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। যার বিনিময় হার ছিল ১২১ টাকা ৪৭ পয়সা থেকে ১২১ টাকা ৫০ টাকা।
টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং প্রবাসী আয় ও রপ্তানি খাতকে চাঙ্গা রাখতে বাংলাদেশ ব্যাংক আজ ১১টি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে এই ডলার কিনেছে।
এর আগে ৭ আগস্ট এক নিলামে প্রতি ডলারে ১২১ টাকা ৩৫ পয়সা থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪৫ মিলিয়ন ডলার কেনা হয়। ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দর নির্ধারণ করে ১০ মিলিয়ন ডলার কেনা হয়, যা পূর্ববর্তী দর থেকে অন্তত ৪৫ বেসিস পয়েন্ট কম।
উল্লেখ্য, গত ১৩ জুলাই থেকে এ ধারাবাহিকভাবে ডলার কেনা হচ্ছে। ওই দিন বাংলাদেশ ব্যাংক ইতিহাসে প্রথমবারের মতো নিলামের মাধ্যমে প্রতি ডলারে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার কেনে। এর দুই দিন পর, ১৫ জুলাই একই দরে আরও ৩১৩ মিলিয়ন ডলার কেনা হয়।