শিরোনাম :
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে : প্রধান উপদেষ্টা আরপিও সংশোধনী : ফেরারি আসামিদের ভোটে অযোগ্য রাখার প্রস্তাব নুরের ওপর হামলাকারীদের বিচার ও ৩ দফা দাবিতে পল্টন মোড়ে অবরোধ গণঅধিকার পরিষদের রুমায় কেএনএফের প্রশিক্ষণ ঘাঁটিতে সেনা অভিযান, অস্ত্র উদ্ধার টাঙ্গাইলে পৃথক দুই অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত হলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন গাজীপুরে ট্রেনের সাথে ডাম্প ট্রাকের সংঘর্ষ : নিহত ২ বাংলাদেশের সত্তাকে যারা বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচালের সর্বোচ্চ চেষ্টা করবে- প্রধান উপদেষ্টা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে : ফখরুল জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের যোগদানে বাধা না দিতে এরদোয়ানের আহ্বান

ফ্যাসিস্ট আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে গুজব ছড়াচ্ছে : ফখরুল

  • আপলোড টাইম : ১২:০৭ পিএম, বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অনেক গুজব চারদিকে। গুজবে কান দেব না। কারণ গুজব গুজবই। পতিত ফ্যাসিস্ট শক্তি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে নানা গুজব ছড়াচ্ছে- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর উত্তরায় একটি খালের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়াচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, ঐক্য আছে। সেই ঐক্য নিয়ে আমরা সবকিছু জয় করব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সবার আগে নেতৃত্ব নিতে হবে। কোথাও কোনো গোলযোগ করা যাবে না। বিশেষ করে ছাত্র সংসদ নির্বাচনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেন কোনো গোলযোগ সৃষ্টি না করি। কোথাও যেন এই বদনাম না আসে বিএনপির বিরুদ্ধে। আপনারা বড় দল, দায়িত্ব বেশি।

বিএনপির মহাসচিব বলেন, আমরা পুলিশসহ সবাইকে আহ্বান জানাই অতীতে যা খারাপ কাজ করেছেন… এখন দয়া করে ভালো হয়ে যান, সিদা হয়ে যান, জনগণের সঙ্গে থাকেন। তাহলে আপনাদের সবাই ভালোবাসবে।

এ সময় বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামানসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সকালে মানিক নগরে খালের ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান চালানো হয়।

সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আজ খাল পরিষ্কার অভিযান। আমাদের র‌্যালি হওয়ার কথা ছিল। র‌্যালি হলে রাস্তায় ভিড় হয়ে যায়, গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায়, ঢাকা শহর বন্ধ হয়ে যায়, মানুষের কষ্ট হয়। এই কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বললেন, ঢাকা শহরে দুইটা অঞ্চলে দুইটা খাল আপনারা বেছে নেন, যেটা আপনারা পরিষ্কার করবেন। সেইভাবে আমাদের নেতাদের বলেছি সেইভাবে এই কর্মসূচি হচ্ছে।

তিনি বলেন, নেতাদের স্যুট-কোট পরে আসলে হবে না, কারা পরে আসছে দেখি? স্যুট পরে কি খাল পরিষ্কার করা যাবে? যাবে না। পায়জমা পরেন, হাফ প্যান্ট পরেন… পরে সবার সঙ্গে পরিচ্ছন্নতায় নামতে হবে।

এর আগে দুপুর ১২টায় রাজধানীর পুরান ঢাকায় দক্ষিণ বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী খাল-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech