।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের দুই অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
শুক্রবার ১৪ মার্চ আবহাওয়া অধিদপ্তরের ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়ার সবশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
অন্যদিকে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবাহওয়া ডট কমে কানাডার সাসকাটুন ইউনিভার্সিটিরআহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ আবাহওয়ার পূর্বাভাসে জানিয়েছেন আজ শুক্রবার ১৪ ই মার্চ দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
শিলাবৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি সুনমাগন্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাক্ষণবাড়িয়া জেলার উপরে।
উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার ১৩ ই মার্চ সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১১ টার মধ্যে ৩ টি ভিন্ন-ভিন্ন ঝড় সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রম করে যে ঝড়গুলো থেকে ব্যাপক শিলাবৃষ্টি হয়। সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগন্জ উপজেলার উপরে প্রায় টেনিস বলের সমান বড় শিলাবৃষ্টি পড়ার সংবাদ পাওয়া গেছে।
ছবি: আবহাওয়া ডট কম থেকে সংগৃহিত
এর আগে গত ৫ দিন পূর্বে মার্চ মাসের ৮ তারিখে তিনি পূর্বাভাসে জানিয়েছিলেন যে ১৩ ই মার্চ দুপুরের পর থেকে ১৫ ই মার্চ দুপুর এর মধ্যে সিলেট বিভাগে সুনামগন্জ ও সিলেট জেলার উপরে বড়-বড় শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত সহ বৃষ্টির আশংকার কথা।
আজ শুক্রবারও ও আগামীকাল শনিবারও শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের প্রবল আশংকা রয়েছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে।