শিরোনাম :
আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে বড় সম্ভাবনা সার্ক ট্রেড ফেয়ার শ্যামলীতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৬ বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা ভেনিজুয়েলার নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩ অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শনে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত : ৭ ঘন্টার বেশি রংপুর-লালমনিরহাট ট্রেন চলাচল বন্ধ – তদন্ত কমিটি গঠন নাগরিক হিসেবে মুক্তভাবে, যার যার ধর্ম পালন করতে চাই- প্রধান উপদেষ্টা সংঘর্ষের পর থমথমে ভাঙ্গা, আজও অবরোধ কর্মসূচি আলোচনার মধ্যেই কর্মসূচি স্ববিরোধী: সালাহউদ্দিন আহমদ দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে : জামায়াত সেক্রেটারি

বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি স্থিতিশীল, ইতিবাচক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

  • আপলোড টাইম : ০৯:০২ পিএম, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্ক চায় দিল্লি। যেখানে দু’দেশের জনগণই হবে এই সম্পর্কের মূল অংশীদার।

মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার ন্যাশনাল ডিফেন্স কলেজ অব বাংলাদেশের আমন্ত্রণে ২০২৫ সালের এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত এ সব কথা বলেন।

হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের উচিত তাদের পারস্পরিক নির্ভরশীলতা জোরদার করার জন্য একসাথে কাজ করা এবং তাদের ভৌগোলিক নৈকট্য, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যতের আকাঙ্ক্ষাকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নতুন সুযোগে রূপান্তর করা।

ভার্মা বলেন, এই অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ হিসেবে ভারত ও বাংলাদেশ বিমসটেকের কাঠামোর অধীনে আঞ্চলিক একীকরণের জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।

হাইকমিশনার ভারতের পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কৌশল সম্পর্কেও কথা বলেন। আন্তর্জাতিক সহযোগিতা, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার এবং গ্লোবাল সাউথের স্বার্থের বিষয়ে গুরুত্ব দিতে উৎসাহিত করেন তিনি। তিনি ভারতের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার ‘প্রতিবেশী প্রথম’, ‘পূবে তাকাও’ নীতি, মহাসাগর মতবাদ, এবং ভারতের ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গির অধীনে ভারত-বাংলাদেশ সম্পর্কের দীর্ঘমেয়াদী পরিস্থিতি উল্লেখ করেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech