শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে নতুন করে চিঠি দিয়েছে বাংলাদেশ ডেঙ্গুতে একদিনে ৮ মৃত্যু, হাসপাতালে ৭৭৮ বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ক্ষমতা কিংবা আসনের জন্য কারও সঙ্গে সমঝোতা করবে না এনসিপি: নাহিদ ইসলাম নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী আইরিশদের ২১৭ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ মানবতাবিরোধী অপরাধ : ট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা

বাকৃবি শিক্ষার্থীদের অবরোধ: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

  • আপলোড টাইম : ০২:৩৩ পিএম, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৮ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রেললাইন অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

রবিবার ২৩ নভেম্বর বেলা ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস আটকে দেন। এর ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী রেল চলাচল বন্ধ রয়েছে।

এর আগে সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে আব্দুল জব্বার মোড়ে রেললাইন সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়—যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।

ট্রেন যাত্রীরা বিরক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে জনদুর্ভোগ যাতে না হয় সেই দিকেও তাদের নজর দিতে হবে। তাদের যা দাবি দাওয়া আছে তা প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে। প্রায় দুই ঘণ্টা যাবৎ ট্রেনে আটকে আছি। যা প্রচণ্ড বিরক্তিকর।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে। আশা করছি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech