।।বিকে রিপোর্ট।।
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সোমবার ২ জুন বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় ও ভোক্তার স্বার্থ বিবেচনায় বেশকিছু পণ্যের আয়কর, শুল্ক ও ভ্যাট কমানো হয়েছে। ফলে বাজারে এসব পণ্যের দাম কমতে পারে।
এলএনজিতে ভ্যাট প্রত্যাহার
প্রস্তাবিত বাজেটে এলএনজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। ফলে কমতে পারে গ্যাসের দাম। বর্তমানে এলএনজি আমদানির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় ১৫ শতাংশ ভ্যাট ও ২ শতাংশ উৎসে কর দিতে হয়। এর বাইরে এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে ৫ শতাংশ উৎসে কর কাটা হয়।
জ্বালানি তেল
ক্রুড ফুয়েল অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেলের ওপর শুল্ক ৫ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অন্যান্য জ্বালানি আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে ৩ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। শুল্ক কমার ফলে জ্বালানি তেলের দাম কিছুটা কমতে পারে।
এছাড়া স্থানীয় শিল্প যেমন- টায়ার, টিউব, ব্রেক সু, ব্রেক প্যাড, মার্বেল ও গ্রানাইট উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব এসেছে প্রস্তাবিত বাজেটে।
চামড়া শিল্পে শুল্ক ছাড়, কমতে পারে উপকরণের দাম
আসছে ঈদুল আজহায় কোরবানি পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে বড় উপকরণ হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ। সংশ্লিষ্টরা বলছেন, সারা বছরই সম্ভাবনাময় চামড়া শিল্পে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ হাতের নাগালের মধ্যে থাকা জরুরি। সেই বিবেচনায় চামড়া শিল্পের জন্য কিছু রাসায়নিক উপাদানে শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ শিল্পে ব্যবহৃত উপকরণের মূল্য কিছুটা কমতে পারে।
উৎসে কর কমানোর সিদ্ধান্ত, কমবে নিত্যপণ্যের দাম
আগামী বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। বর্তমানে ১ শতাংশ উৎসে কর রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে রয়েছে- ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মটরশুঁটি, ছোলা, মসুর ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, মোটা আটা, আটা, লবণ, চিনি, ভোজ্যতেল, কালো গোলমরিচ, দারুচিনি, বাদাম, লবঙ্গ, খেজুর, ক্যাসিয়া পাতা, কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল। সেক্ষেত্রে এসব পণ্যের দাম কমতে পারে। যা সাধারণ মানুষের জন্য সুখবর বলা যায়।
কম মূল্যে মিলবে ইন্টারনেট
প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে কম মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যেতে পারে।
ভূমি নিবন্ধনে কর কমছে
ভূমি নিবন্ধনের ক্ষেত্রে প্রস্তাবিত বাজেটে কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। কাঠার পরিবর্তে শতাংশে নিবন্ধন ফি ও কর নির্ধারণ করা হচ্ছে। প্রকৃত বিক্রয়মূল্যে সম্পত্তি রেজিস্ট্রেশনের লক্ষ্যে জমি হস্তান্তর হতে উৎসে কর সংগ্রহে বিদ্যমান মূলধনি মুনাফার কর হার কমিয়ে এলাকাভেদে বিদ্যমান হার ৮, ৬ ও ৪ শতাংশের স্থলে যথাক্রমে ৬, ৪ ও ৩ শতাংশ প্রস্তাব করা হয়েছে। ফলে ভূমি নিবন্ধন ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
কম দামে মিলবে রিসাইক্লিং শিল্পের পণ্য
প্রস্তাবিত বাজেটে পরিবেশবান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার ৩ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে রিসাইক্লিং শিল্পের পণ্য কম দামে মিলতে পারে।
ন্যাপকিন, তরল দুধ ও কলমের দাম কমবে
প্রস্তাবিত বাজেটে স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে দেশে উৎপাদিত এসব পণ্য কম দামে মিলতে পারে।
কম্পিউটার মনিটরের দাম কমবে
প্রস্তাবিত বাজেটে ২২ ইঞ্চির পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটরের উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে কম দামে কম্পিউটার মনিটর কিনতে পারবেন ক্রেতারা।
দাম কমবে আইসক্রিমের
প্রস্তাবিত বাজেটে সকল ধরনের আইসক্রিমের ওপর সম্পূরক শুল্ক হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে আইসক্রিমের দাম কমতে পারে।
দাম কমবে ই-বাইকের
প্রস্তাবিত বাজেটে ই-বাইকের স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে। ফলে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে ই-বাইক।
আমদানি করা চিনির দাম কমবে
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে বিভিন্ন সময় সরকার অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর উদ্যোগ নেয়। এবারে প্রস্তাবিত বাজেটে চিনির বাজারমূল্য স্থিতিশীল রাখতে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টন চার হাজার ৫০০ টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।
সয়াবিন ও কাগজ শিল্পের কাঁচামালে শুল্ক হ্রাস
দেশীয় শিল্প প্রতিষ্ঠা ও স্থানীয় শিল্প বিকাশে সহায়ক হিসেবে সয়াবিন মিল কিংবা কাগজশিল্পের আমদানিকৃত কাঁচামাল বা উপকরণের ওপর শুল্ক হ্রাসের প্রস্তাব আছে প্রস্তাবিত বাজেটে। পাশাপাশি থাকছে নিউট্রালাইজড সয়াবিন তেলের শুল্ক রেয়াতের প্রস্তাব। অন্যদিকে, নির্মাণশিল্পের উপকরণ স্থানীয় শিরীষ কাগজ শিল্পের প্রয়োজনীয় ফেনোলিক রেজিন ও স্যান্ডপেপার জাতীয় কাঁচামালের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে এবারের বাজেটে।
কম দামে মিলবে সংবাদপত্রের নিউজপ্রিন্ট
সংবাদপত্র শিল্পে ব্যবহৃত নিউজপ্রিন্ট আমদানিতে কাস্টমস শুল্ক কমানোর প্রস্তাব ছিল নোয়াবসহ সংশ্লিষ্ট সংগঠনের। সেই প্রস্তাবে সাড়া দিতে এবং দেশীয় গণমাধ্যমকে আরও সহায়তা দিতে নিউজপ্রিন্ট আমদানির কাস্টমস শুল্ক ৫ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে। ফলে কম দামে মিলতে পারে সংবাদপত্রের নিউজপ্রিন্ট।
সাশ্রয়ে মূল্যে মিলবে ক্রিকেট ব্যাট
দেশের জনপ্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট ব্যাট এখন দেশে উৎপাদিত হচ্ছে। ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রপ্তানির চেষ্টা করছে। এছাড়া ব্যাট কম দামে প্রান্তিক পর্যায় পৌঁছে দিতে চায় সরকার। সেই উদ্দেশ্যে ব্যাট তৈরির কাঠ আমদানির ওপর শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। ব্যাট তৈরির উইলো কাঠ আমদানিতে মোট শুল্কহার রয়েছে ৩৭ শতাংশ। যা কমিয়ে ২৬ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
দেশি সফটওয়্যার উন্নয়নে বাড়তি সুবিধা
দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সাররা সফটওয়্যার তৈরি করতে বিদেশি অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, ডেভেলপমেন্ট টুলস, সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করে থাকেন। পাশাপাশি দেশে উৎপাদিত সফটওয়্যার রপ্তানিও হয়। রপ্তানিকে আরও উৎসাহ দিতে বিদেশ থেকে আমদানি করা অপারেটিং সিস্টেম, ডেটাবেজ, ডেভেলপমেন্ট টুলস, সিকিউরিটি সফটওয়্যারে আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।
মাটি ও পাতার তৈরি পণ্যে ভ্যাট প্রত্যাহার
মাটি ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে। বর্তমানে এসব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য। এটি প্রত্যাহারের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে।
কমতে পারে বিদেশি জুসের দাম
নন-অ্যালকোহলিক জুস আমদানির ওপর সম্পূরক শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে বাজেটে। ফলে বিদেশি জুস মিলতে পারে তুলনামূলক কম দামে।
পিভিসি পাইপ ও কপার ওয়্যার
পিভিসি পাইপ দেশে উৎপাদন করা হলেও এর উপকরণ আমদানি করতে হয়। যেকোনো অবকাঠামোগত কাজেও পিভিসি পাইপের ব্যবহার রয়েছে। এই পাইপের দাম নিয়ন্ত্রণে রাখতে উপকরণের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। একই পদক্ষেপ নেওয়া হচ্ছে কপার ওয়্যারেও। এই পণ্যের উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হচ্ছে প্রস্তাবিত বাজেটে। ফলে এগুলোর দাম কমতে পারে।
ব্যাংকে টাকা জমা
এক লাখ টাকার পরিবর্তে তিন লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতির প্রস্তাব রয়েছে নতুন অর্থবছরের বাজেটে। সে ক্ষেত্রে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে খরচ কমতে পারে।
ক্যান্সারের ওষুধ
ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সব ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি ও ‘অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস’ তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।
কোল্ড স্টোরেজ
কোল্ড স্টোরেজ স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা দিয়ে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে নতুন অর্থবছরে। এ প্রস্তাব পাস হলে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে কোল্ড স্টোরেজ ভাড়ার ক্ষেত্রেও।
কৃষি যন্ত্রপাতি
স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহ দিতে কম্বাইন্ড হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে বিদ্যমান শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে।
বাস-মাইক্রোবাস,
প্রস্তাবিত বাজেটে যানবাহন খাতে বেশ কিছু শুল্ক ও কর কমানোর প্রস্তাব এসেছে। এর ফলে টায়ার, বাস-মাইক্রোবাস, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি এবং ই-বাইকের দাম কমতে পারে। ১৬ থেকে ৪০ আসনের বাসের শুল্ক-কর কমানোর প্রস্তাব করা হয়েছে। একই ধরনের প্রস্তাব রয়েছে ১০-১৫ আসনের মাইক্রোবাসের ক্ষেত্রেও।
এছাড়া সাধারণ ও আইসিইউ অ্যাম্বুলেন্সসহ হাইব্রিড ও ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শর্তসাপেক্ষে ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা বলেছেন অর্থ উপদেষ্টা।
হিমায়িত মাংস
বিভিন্ন ধরনের প্রাণীর মাংস ও ভক্ষণযোগ্য উপাদানের আমদানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এ তালিকায় রয়েছে- গরু, মহিষ জাতীয় প্রাণী, ছাগল ও ভেড়ার হিমায়িত মাংস।
সামুদ্রিক মাছ
বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের আমদানি শুল্কও ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিভিন্ন ধরনের স্যামন ও টুনা, মাছের মাথা-লেজ, টিনে থাকা মাছের টুকরো বা গুড়া।
পাস্তা
পাস্তাসহ বিভিন্ন ধরনের সিরিলিক খাবারের আমদানি শুল্ক ৩০ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে।
নন অ্যালকোহলিক বেভারেজ, খনিজ পানি, মিষ্টিযুক্ত অথবা ফ্লেভারড পানির আমদানি শুল্ক দেড়শ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১০০ শতাংশ।
প্লাস্টিক পণ্য
প্লাস্টিকের তৈরি বাক্স, টেবিল বা কিচেন ওয়্যার, পলিমারের বস্তা ও ব্যাগ, প্লাস্টিকের তৈরি দরজা-জানালা, ফ্রেম, থ্রেশ হোল্ড, স্পুল-ক্যাপ-ববিন এবং এ ধরনের অন্যান্য পণ্যে আমদানি শুল্ক ৪৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা হয়েছে।
আমদানি করা জুতা-জামা
পুরুষ ও নারীদের বিভিন্ন ধরনের আমদানি করা পোশাক ও জুতার আমদানি শুল্ক ৪৫ শতাংশ থেকে ৪০ শতাংশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- ছেলেদের শার্ট, জ্যাকেট, ব্লেজার, ট্রাউজার, ব্রেস ওভারঅল, বিব, ব্রিচেস, সিন্থেটিকের শর্টস ও অন্তর্বাস।
জার্সি, পুলওভার, ওয়েস্ট কোট, কার্ডিগান বা এ ধরনের পোশাকও রয়েছে তালিকায়। স্টকিং, মোজা ও এ ধরনের হোসিয়ারি পণ্যের দামও কমতে পারে।ভেস্ট, ব্রিফ, প্যান্টি, ব্রেসিয়ার, নেগলিজেস, বাথরবস, ড্রেসিং গাউন, শাল, স্কার্ভ, মাফলার, ম্যান্টিলাস (এক ধরনের ওড়না), নেকাব (ভেইল) বা এ ধরনের পোশাকের শুল্কও কমানো হয়েছে।
ডেটাবেইজ, অপারেটিং সিস্টেমস, ডেভেলপমেন্ট টুলস, ডেটা বা তথ্য সুরক্ষায় ব্যবহৃত সিকিউরিটি সফটওয়্যার, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিঠ, ইন্টারনেট কলাবরেশন এবং প্রেজেন্টেশন টুলসের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়েছে।
সোমবার বিকাল ৩টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বাজেট উপস্থাপন করেন সালেহউদ্দিন আহমেদ। অন্যান্য সংবাদমাধ্যমেও তা প্রচার হয়।
এর আগে সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় অনুমোদন পায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট।
জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন।
১ জুলাই থেকে কার্যকর হবে নতুন বাজেট।