বেরোবিতে আমরণ অনশনে অসুস্থ ৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১

  • আপলোড টাইম : ০৪:২০ পিএম, সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১১ Time View
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে বসা ছাত্রদের মধ্যে অসুস্থ হয়েছে পড়েছেন চার শিক্ষার্থী।

অসুস্থরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রুম্মানুল ইসলাম রাজ ও গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।

সোমবার ১৮ আগস্ট দুপুর ১২ টার দিকে অসুস্থদের মধ্যে জাহিদুল ইসলাম জয় ও মাহিদ ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল গতকাল রবিবার ১৭ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে আমরণ আনশনে বসেন নয়জন শিক্ষার্থী।

তারা হলেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা রোগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী, কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থ রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর,গণিত বিভাগের শিক্ষার্থী আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।

আন্দোলনকারীদের মধ্যে রবিবার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন সমাজবিজ্ঞান বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ইসলাম মাহিদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থীর রুম্মানুল ইসলাম রাজ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে চাইলে তারা যেতে রাজি হননি। এতে তাদের সেখানেই স্যালাইন লাগিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ সকালে অসুস্থ হয়ে পড়েন গণিত বিভাগের শিক্ষার্থী আরমান হোসেন।

দুপুর ১২টার দিকে সমাজবিজ্ঞান বিভাগ ১৬তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান জয়ের শারীরিক অবস্থা আরও গুরুতর অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ১৭ বছরেও ছাত্র সংসদ নির্বাচন না হলেও ছাত্র সংসদের ফি আদায় করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংসদ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।

আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার কথাও বলেন তারা।

এদিকে অনশনে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করতে গত ৩০ জুলাই ৭ সদস্যের কমিটি গঠিত হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে নভেম্বরের মধ্যে বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভব হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech